সিএএ নিয়ে এবার সমালোচনায় ইউরোপিয়ান ইউনিয়ানও!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ  এবার সিএএ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ভারতের বাইরের দেশগুলিও। কিছুদিন আগে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার প্রশ্ন তোলা হল ইউরোপিয়ান ইউনিয়ানের তরফেও। আগামী মার্চে ব্রাসেলেসে বৈঠক রয়েছে ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ানের। সেই বৈঠকের আগে এই প্রশ্ন বেশ তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সিএএ প্রয়োজনীয়তা নিয়ে বাংলাদেশের মুখ্যমন্ত্রী যেমন প্রশ্ন তুলেছিলেন, তেমনি সিএএ নিয়ে ইউরোপিয়ানেরও উদ্বেগ নজরে এল, তাদের মতে এই আইন নির্দিষ্ট

জনগোষ্ঠীকে নির্বাচিত করছে, মুসলিম সম্প্রদায়কে বঞ্চিত করছে। এর জেরে আন্তর্জাতিক ক্ষেত্রে এবং আভ্যন্তরীণ ক্ষেত্রেও এই সিএএ নেতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করছে ইউরোপিয়ান ইউনিয়ান। এই বিষয়টি নিয়ে ভারতের বাইরেও নিন্দা এবং সমালোচনার ঝড় উঠেছে বিশ্ব রাজনীতিতে।  নিন্দা করেছে দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাট গ্রুপও।

আন্দোলনের পদ্ধতি নিয়েও সমালোচনা করেছে ইউরোপিয়ান ইউনিয়ান। শান্তিপূর্ণ আন্দোলন চলতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছে তারা। ব্রাসেলেসে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিক , সেখানে বৈঠক হবে ইউরোপিয়ান ইউনিয়ানদের সঙ্গে। ১৭ জানুয়ারি প্রাথমিকভাবে সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু-তরফের পক্ষ থেকে। ওই তরফের প্রতিনিধি জেশপ বোরেলের সঙ্গে সফর নিয়ে কথা হয়েছে মোদির।

সম্পর্কিত খবর

X