নিউজিল্যান্ড টিমের নিরাপত্তায় পাকিস্তানি পুলিশ খেল ২৭ লক্ষ টাকার বিরিয়ানি, মাথায় হাত PCB-র

বাংলা হান্ট ডেস্কঃ ১৮ বছর পর নিউজিল্যান্ডের পাকিস্তান সফর সঠিকভাবে সুসম্পন্ন করতে যথেষ্ট উদগ্রীব ছিল পাক ক্রিকেট বোর্ড। কিন্তু ফের একবার সিরিজের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের নিরাপত্তাজনিত সংকট। যার জেরে পাক ভূমিতে বল গড়ানোর আগেই বাতিল হয়ে গেছে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আর্থিক দিক থেকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে পিসিবি।

এবার ফের একবার কাটা ঘায়ে নুনের ছিটে দিল ২৭ লক্ষ টাকার বিরিয়ানি খরচ। ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে খেলোয়াড়দের নিরাপত্তার জন্য মোতায়ন করা হয়েছিল পাঁচজন এসপি ও এসএসপি-সহ ৫০০-রও বেশি পুলিশকর্মী। দুবেলাই তাদের খাবার জন্য পাঠানো হয়েছে বিরিয়ানি, আট দিন ধরে এই খাবার খরচ দাঁড়িয়েছে মোট ২৭ লক্ষ টাকা। দায়িত্বপ্রাপ্ত সংস্থার তরফে এই বিল সামনে আসতেই এখন রীতিমতো অবাক পিসিবি। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও এই বিল পেমেন্টের অনুমোদন দেওয়া হয়নি।

শুক্রবার কার্যত টসের আগে নিরাপত্তার কারণে সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। তারপর থেকেই একের পর এক দুঃসংবাদ আসছে পিসিবির জন্য। কারণ কথা দিয়েও ইতিমধ্যেই সফর বাতিল করেছে ইংল্যান্ডও। পশ্চিমী দেশগুলির এহেন আচরণে এখন যথেষ্ট ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড।

pcb pakistan

জানা গিয়েছে, পাক ভূমে ক্রিকেট শুরু করতে মরিয়া পিসিবি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি ত্রিদেশীয় সিরিজের জন্য আমন্ত্রণ জানিয়েছিল শ্রীলংকা এবং বাংলাদেশকেও৷ কিন্তু বিশ্বকাপের চাপের কথা মাথায় রেখে সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশও। যার জেরে এখন পাকিস্তানে ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা ফের একবার বিশ বাঁও জলে।

 

Abhirup Das

সম্পর্কিত খবর