করোনার কারণে মৃত CAPF কর্মীর পরিবার ১ কোটি টাকা ব্যতীত অতিরক্ত ১৫ লক্ষ টাকা অনুদান পাবে

বাংলাহান্ট ডেস্কঃ করোনা মহামারির সংক্রমণের কারণে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPF) কর্মীদের মৃত্যু হলে, প্রতি পরিবার পিছু অতিরিক্ত ১৫ লক্ষ টাকা করে অনুদানের ঘোষণা করল সরকার। দেশের হয়ে দায়িত্ব পালনের সময় যদি করোনা আক্রান্ত হয়ে কোন CAPF কর্মী মারা যান, তাহলে ১ কোটি টাকা ব্যতীত ‘ভারতের বীর’ তহবিল থেকে অতিরিক্ত এই অনুদানের ব্যবস্থা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

করোনা পরিস্থিতি
চীনের উহানের মহামারির কারণে সমগ্র বিশ্ব আজ বিধ্বস্ত। এই ভাইরাসের প্রকোপ থেকে মুক্তির উপায় খুঁজতে মরিয়া গোটা বিশ্ব। ভারতসহ বিভিন্ন দেশের গবেষকরা নিয়মিত এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের কাজে নিয়োজিত রয়েছে। দিকে দিকে মানুষজনকে রক্ষা করার জন্য মোতায়েন করা হয়েছে বিভিন্ন পুলিশ বাহিনী।

gujraat police

সরকারী ঘোষণা
এখনও পর্যন্ত আটজন CAPF কর্মী করোনার কারণে প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে চারজন সিআইএসএফ এবং সিআরপিএফ এবং বিএসএফ-এর দুজন করে প্রাণ হারিয়েছেন। সিএপিএফ-র মধ্যে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ এবং এসএসবি অন্তর্ভুক্ত হয়। গত শনিবার সরকার এই কর্মীদের উদ্যেশ্যে এই বড় ঘোষণা করেন। তবে এবার থেকে কর্মরত অবস্থায় কোন CAPF কর্মী মারা গেলে, তাঁর পরিবারকে দেওয়া হবে ১৫ লক্ষ টাকা।

ফিরিয়ে আনা হবে আটকে পড়া কর্মীদের
অপরদিকে ফেব্রুয়ারী-মার্চ মাসে একটি অনুষ্ঠানে যোগ দিতে করাচিতে পৌঁছেছিলেন গুজরাটের ২৬ জন কর্মী। কিন্তু পাকিস্তানে গিয়ে বর্তমান পরিস্থিতির কারণে লকডাউনে বিমান বাতিল হওয়ায় আটকা পরে যান তারা। ভারতের বিদেশমন্ত্রকের কাছে তারা একটি চিঠি মারফত, ৪ ই জুন আটারী সীমান্ত থেকে ভারতে প্রবেশের জন্য সহায়তার অনুরোধ করেছেন। এই ব্যক্তিরা আগামী ৪ ই জুনের অমৃতসর থেকে গোল্ডেন টেম্পল এক্সপ্রেসে টিকিটও আগাম বুক করে নিয়েছেন।

Smita Hari

সম্পর্কিত খবর