বাংলা হান্ট ডেস্ক: ভারত হল একটি কৃষিনির্ভর দেশ। যে কারণে দেশের প্রতিটি প্রান্তেই বিপুল হারে কৃষিকাজ পরিলক্ষিত হয়। তবে, প্রথাগত চাষাবাদ ছাড়াও এখন যুগের সাথে তাল মিলিয়ে কৃষকরা একাধিক লাভজনক চাষের দিকে ঝুঁকছেন। আর তাতে মিলছে সফলতাও। এমনকি, লাভের পরিমানও বেড়ে গিয়েছে বহুগুণ। গুজরাটের নির্মল সিং ভাঘেলা নামের এক কৃষক তা রীতিমত করে দেখিয়েছেন।
গুজরাটের পাটান জেলার অন্তর্গত একটি স্থান হল সামি তালুকা। সেখানে বসবাসকারী নির্মল সিং ভাঘেলা তাঁর দীর্ঘ ১০ বছরের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে কৃষিকাজকে হাতিয়ার করেই বর্তমানে এক অনন্য জায়গায় পৌঁছে গিয়েছেন। পাশাপাশি, অনুর্বর চাষের জমিকে চাষযোগ্য করে তা থেকে উপার্জনও করছেন তিনি। প্রায় ১০ বছর আগে নির্মল তাঁর অনুর্বর জমিতে খেজুর গাছ রোপণ করেছিলেন, আর সেখান থেকেই মিলছে লাভ।
পরিসংখ্যান অনুযায়ী, নির্মল বর্তমানে সেই গাছগুলির উৎপাদিত ফল থেকেই বছরে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করছেন। জানা গিয়েছে যে, ভাল খেজুর উৎপাদন করার জন্য নির্মল শুধুমাত্র জৈব সার ব্যবহার করতেন। আর তাতেই মিলেছে লাভ। যার ফলে গাছগুলির শুধু দ্রুত বৃদ্ধিই ঘটেনি, পাশাপাশি উৎপাদিত ফলগুলিও খুব সুস্বাদু হয়ে উঠেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, খেজুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ফল। ক্যালসিয়াম, আয়রন এবং পটাসিয়ামের মত অনেক গুরুত্বপূর্ণ উপাদান এতে পাওয়া যায়। যার কারণে বাজারে খেজুরের ভালো চাহিদা রয়েছে। এছাড়াও, বিক্রির ক্ষেত্রে ভালো দামও পান কৃষকরা। তাই, এই চাষ শুরু করে উপার্জনও বাড়ানো যেতে পারে। তবে, বর্তমানে এই চাষের ক্ষেত্রে নির্মল সিং ভাঘেলা শুধুমাত্র স্বাবলম্বী হননি পাশাপাশি, তাঁর এলাকার যুবকদেরও অনুপ্রাণিত করেছেন তিনি। এছাড়াও, এই চাষ সম্পর্কে তিনি সবাইকে সাহায্যও করেন।