করেছেন ১৫,০০০-এর বেশি রান! ভারতের এই ক্রিকেটারের বাবার হল ৭ বছরের জেল, চমকে দেবে কারণ

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের এক ক্রিকেটারের বাবার ৭ বছরের কারাদণ্ড ঘটেছে। শুধু তাই নয়, তাঁর উদ্দেশ্যে জরিমানাও আরোপ করেছে আদালত। জানিয়ে রাখি যে, ভারতীয় দলের হয়ে খেলা ক্রিকেটার নমন ওঝা ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছেন। আন্তর্জাতিক স্তরে তেমন সুযোগ না পেলেও ঘরোয়া পর্যায়ে ক্যাচ ও রানের দিক থেকে অনেকের চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। তাঁর বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে আনা হয়। যার পরিপ্রেক্ষিতে তাঁর ৭ বছরের কারাদণ্ডের (Jail) নির্দেশ দেওয়া হয়েছে।

নমন ওঝার বাবার ৭ বছরের জেল (Jail):

ব্যাঙ্কে জালিয়াতির মামলা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০১৩ সালে, বেতুল জেলার ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের জৌলখেদা শাখায় প্রায় ১.২৫ কোটি টাকার প্রতারণার ঘটনা ঘটে। এবার ১১ বছরের পুরনো ওই মামলায় মুলতাইয়ের অতিরিক্ত দায়রা আদালত সাজা শুনিয়েছে।আদালতের আদেশ অনুসারে, মধ্যপ্রদেশের ক্রিকেটারদের মধ্যে একটি বড় নাম নমন ওঝার বাবাকে ৭ বছরের জন্য জেলে (Jail) যেতে হবে। এর পাশাপাশি আদালত ১৪ লক্ষ টাকার জরিমানাও আরোপ করেছে।

The father of this Indian cricketer jail for 7 years.

২০১৩ সালে নমন ওঝাকেও গ্রেফতার করা হয়: আসলে এই ঘটনাটি ঘটে ২০১৩ সালে। নমনের বাবা বিনয় ওঝা একটি ব্যাঙ্কে চাকরি করতেন। ২০১৩ সালে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের জৌলখেদা শাখায় ১.২৫ কোটি টাকার বেশি আত্মসাতের মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তিনি ছাড়াও এই অর্থ ঘটনায় ব্যাঙ্কের তৎকালীন ব্রাঞ্চ ম্যানেজার অভিষেক রত্নম সহ কৃষক ধনরাজ ও লখন নামের আধিকারিকদেরও সাজা শোনানো হয়। ২০১৪ সালের ১৯ জুন, ওই ব্যাঙ্কের ম্যানেজার রিতেশ চতুর্বেদী থানায় অর্থ আত্মসাতের অভিযোগ করেছিলেন। এরপর ২০২২ সালে বিনয় ওঝাকে পুলিশ গ্রেফতার করে।

আরও পড়ুন: নতুন বছরে বাম্পার রিটার্ন দেবে আদানির এই কোম্পানির শেয়ার! বিনিয়োগ করলেই হবেন মালামাল

নমন ওঝার কেরিয়ার: আন্তর্জাতিক ক্রিকেটে নমনের পারফরম্যান্স সম্পর্কে কথা বলতে গেলে জানাতে হয়, তিনি ভারতের হয়ে ১ টি টেস্ট, ১ টি ODI এবং ২ টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টের ২ ইনিংসে ৫৬ রান করেন তিনি। এছাড়া ODI-তে এই উইকেটরক্ষক-ব্যাটার করেন ১ রান এবং আন্তর্জাতিক T20-তে করেন ১২ রান।

আরও পড়ুন: বাজপেয়ীর ১০০ তম জন্মবার্ষিকীতে স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ মোদীর! শিলান্যাস করলেন একাধিক প্রকল্পের

তবে, ঘরোয়া ক্রিকেটের রেকর্ড একত্র করলে, তাঁর ১৫,০০০-এর বেশি রান রয়েছে এবং ৬৫০ টিরও বেশি ক্যাচ তিনি নিয়েছেন। ২০১০ সালের জিম্বাবোয়ে সফরে সুরেশ রায়নার নেতৃত্বে নমনের অভিষেক হয়। সেই সফরে ভারতীয় অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি সহ একাধিক খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর