বেতন জমিয়ে ছেলেকে আমেরিকা পাঠিয়েছিলেন বাবা, সেই আজ ৯ হাজার কোটি টাকার মালিক

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আমরা সবাই জানি যে, বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি গুগলের সিইও হলেন একজন ভারতীয়। যা নিঃসন্দেহে আমাদের কাছে এক বিরাট গর্বের বিষয়। সুন্দর পিচাইয়ের এই অসামান্য উত্তরণ আমাদের সকলকেই অনুপ্রাণিত করে। তবে, প্রত্যেকটি সফল মানুষকেই সফলতা অর্জনের ক্ষেত্রে করতে হয় অদম্য লড়াই। সুন্দরও তার ব্যতিক্রম নন।

সুন্দর পিচাইয়ের আসল নাম সুন্দর রাজন পিচাই। তিনি তামিলনাড়ুর একটি ছোট গ্রামে ১৯৭২ সালের ১২ জুলাই জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম রঘুনাথ পিচাই এবং মায়ের নাম লক্ষ্মী। সুন্দরের বাবা রঘুনাথ পিচাই ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং তাঁর কাছ থেকেই পিচাই টেকনিক্যালের দিকে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত হয়েছিলেন।

সুন্দর পিচাইর যখন ১২ বছর বয়স তখন তাঁর বাবা বাড়িতে একটি ল্যান্ডলাইন ফোন নিয়ে আসেন। সুন্দর পিচাইয়ের একটি বিশেষ গুণ ছিল যে তিনি টেলিফোনে ডায়াল করা সমস্ত নম্বর সহজেই মনে রাখতে পারতেন। শুধু তাই নয়, আজও সেই সংখ্যাগুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান এখনও সেই সংখ্যাগুলি মনে আছে তাঁর।

তিনি পড়াশোনায় অত্যন্ত পারদর্শী ছিলেন। এছাড়াও, সুন্দর একজন ক্রিকেট ভক্তও বটে এবং তাঁর স্কুলের ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন তিনি। সুন্দর পিচাই জওহর বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন।

একটা সময়ে সুন্দর আইআইটি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং অধ্যয়ন করতে আসেন এবং তাঁর কঠোর পরিশ্রমের ভিত্তিতে, তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করে আইআইটি-তে রৌপ্য পদক জিতেছিলেন। বৃত্তি পাওয়ার পর, তিনি আরও পড়াশোনা করার জন্য ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। অবশেষে, তিনি এমবিএ করার জন্য পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুলে যান।

গুগলে যোগদানের আগে, সুন্দর পিচাই ম্যাককিনসে অ্যান্ড কোম্পানি এবং এপ্লায়েড মেটিরিয়ালসে যোগদান করেন। পিচাই প্রথম ২০০৪ সালে গুগলে যোগ দেন। প্রাথমিকভাবে, তিনি গুগল সার্চ টুলবারে একটি ছোট দলের সাথে কাজ করেছিলেন। পাশাপাশি, গুগলে কাজ করার সময়, তিনি নিজস্ব ইন্টারনেট ব্রাউজার তৈরি করার জন্য একটি নতুন ধারণা নিয়ে এসেছিলেন।

পিচাই যখন নিজের ইন্টারনেট ব্রাউজার তৈরি করার বিষয়ে গুগলের সিইওর সাথে কথা বলেন, তখন তিনি এটি প্রত্যাখ্যান করে জানান বিষয়টি খুব ব্যয়বহুল। কিন্তু পিচাই হাল ছাড়েননি এবং অন্যান্য গুগল পার্টনারদের রাজি করেন।

২০০৮ সালে, সুন্দর পিচাইয়ের সহায়তায় Google Chrome নামে, নিজস্ব ওয়েব ব্রাউজার চালু করে গুগল। বর্তমানে গুগল ক্রোম বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব ব্রাউজার। এটাই ছিল গুগলে সুন্দর পিচাইয়ের টার্নিং পয়েন্ট। এমনকি, একটা সময়ে পিচাই সিইও হওয়ার দৌড়ে যোগ দেন।

গুগলের সিইও হওয়ার আগে তিনি মাইক্রোসফ্ট এবং টুইটার থেকেও সুযোগ পেয়েছিলেন। অবশেষে ২০১৫-র ১০ আগস্ট সুন্দর পিচাইকে বিশ্বের বৃহত্তম কোম্পানি, গুগলের সিইও হিসেবে নিযুক্ত করা হয়। এদিকে, কোনো কিছু করার সদিচ্ছে থাকলেই যে তা পরিশ্রমের মাধ্যমে হাসিল করা সম্ভব তা সুন্দর পিচাই প্রমাণ করে দেখিয়েছেন। পাশাপাশি, তিনি উদ্বুদ্ধ করেছেন দেশের নবীন প্রজন্মকেও।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X