লঞ্চের আগেই সামনে এল নিউ জেনারেশনের Tata Nexon-এর ছবি! ফিচার্স এবং লুক দেখে হুঁশ উড়ল সবার

বাংলা হান্ট ডেস্ক: এবার লঞ্চের আগেই সামনে এল Tata-র অন্যতম জনপ্রিয় গাড়ি Nexon-এর নতুন ভার্সানের ছবি। Tata Nexon বর্তমানে সংশ্লিষ্ট কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি। এছাড়াও, এটি দেশের অন্যতম জনপ্রিয় গাড়ি হিসেবেও বিবেচিত হয়েছে। তবে, এবার সংস্থার তরফে এই গাড়ির নিউ জেনারেশনের মডেলের টেস্টিং শুরু করা হয়েছে। ঠিক সেই আবহেই সামনে এসেছে ছবিগুলি। বর্তমান প্রতিবেদনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

ডিজাইনে থাকছে চমক: এদিকে, লিক হওয়া ছবিগুলি থেকে বোঝা যাচ্ছে যে, Tata Nexon 2024-এর ডিজাইনটি বেশ অ্যাঙ্গুলার হবে। পাশাপাশি, একটি নতুন ডিজাইনের ফ্রন্ট গ্রিল এবং বাম্পারও উপলব্ধ হবে। এছাড়া, এই গাড়ির ডিজাইন এলিমেন্টে অটো এক্সপোতে প্রদর্শিত টাটা কার্ভ কনসেপ্টের সাদৃশ্য থাকতে পারে। পাশাপাশি, নিউ জেনারেশনের Nexon-এ হুডের চওড়ার সাথে সংযুক্ত LED লাইট বার দেওয়া হতে পারে।

পাওয়া যাবে নতুন ইন্টেরিয়র: এদিকে, নতুন Nexon-এর ইন্টেরিয়রও হবে নতুন। এটিতে একটি 10.25 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং একটি 7.0 ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকতে পারে। এছাড়াও, এই গাড়িতে একটি নতুন 2-স্পোক স্টিয়ারিং হুইলও দেওয়া হতে পারে। পাশাপাশি, ভেন্টিলেটেড সিট, ফ্যাক্টরি ফিটেড ইলেকট্রিক সানরুফ, অটোমেটিক এসি ইউনিট এবং 6 টি এয়ারব্যাগের মতো ফিচার্সও এতে দেখা যাবে।

আপডেটেড পেট্রোল ইঞ্জিন: 2024 Tata Nexon-এ একটি নতুন 1.2L টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন উপলব্ধ হতে পারে। যা 125bhp শক্তি এবং 225 Nm টর্ক জেনারেট করতে সক্ষম হবে। 2023 দিল্লি অটো এক্সপোতে টাটা মোটরস তার দু’টি নতুন টার্বো-পেট্রোল ইঞ্জিন প্রদর্শন করেছে। এই SUV-তে একটি 1.5L ডিজেল ইঞ্জিনও পাওয়া যেতে পারে। যা 110bhp শক্তি উৎপন্ন করবে। পাশাপাশি, এটিতে ম্যানুয়াল এবং AMT গিয়ারবক্সের বিকল্প উপলব্ধ থাকতে পারে।

whatsapp image 2023 03 31 at 6.09.51 pm

কড়া টক্কর দেবে Hyundai Creta-র সাথে: এমতাবস্থায়, মনে করা হচ্ছে যে, নিউ জেনারেশনের Tata Nexon সরাসরি টক্কর দেবে Hyundai Creta-র সাথে। যেটিতে একটি ডিজেল এবং দু’টি পেট্রোল ইঞ্জিনের বিকল্প উপলব্ধ রয়েছে। পাশাপাশি, এটি বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া SUV গুলির মধ্যে একটি। এই গাড়ির এক্স-শোরুম দাম ১০.৬৮ লক্ষ টাকা থেকে শুরু হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর