ফেডারেশনের ঘোষণায় এই মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন মোহনবাগান।

সারা বিশ্বের সাথে সাথে এই মুহূর্তে ভারতবর্ষেও ছড়িয়ে ব্যাপক হারে পড়েছে করোনা ভাইরাস। আর এই করোনা ভাইরাসের সবথেকে বেশি প্রভাব পড়েছে ক্রীড়ামহলে। সেই কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে চলতি মরশুমে দেশের সমস্ত ধরনের ফুটবল স্থগিত করে দেওয়া হয়েছে। শনিবারে লিগ কমিটি গুলির তরফ থেকে এআইএফএফ এর কাছে সমস্ত ধরনের ফুটবল স্থগিত করে দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে, সেই সাথে মোহনবাগানকে এবারের আইলিগ চ্যাম্পিয়ন করে দেওয়ার দাবি জানিয়েছে কমিটি গুলি।

দেশের স্থগিত হয়ে যাওয়া সমস্ত ফুটবল লিগ গুলির ভবিষ্যৎ ঠিক করার জন্য শনিবার এআইএফএফ কর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসেছিলেন লীগ কমিটির কর্তারা। সেই বৈঠকে লীগ কমিটির কর্তারা মেনে নেন যে মারন ভাইরাস করোনার জন্য এই মরশুমে আর কোন প্রকার ফুটবল ম্যাচ হওয়া সম্ভব নয়, সেই কারণেই এআইএফএফ এর কাছে তারা দাবি রাখেন যে চলতি মরশুম যেন এখানেই শেষ করে দেওয়া হয়।

735736759405255ee9198eac89a6bae682f730f9ceed2980f5bf47c6805f1389fc108760

করোনা ভাইরাসের কারণে এই বছর আইলিগ মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল। কিন্তু আইলিগ যখন স্থগিত হয়েছিল সেই সময় মোহনবাগান অন্যান্য দলগুলির থেকে অনেকটাই এগিয়ে গিয়েছিল। আইলিগ স্থগিত হওয়ার আগেই 16 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে আইলিগ নিশ্চিত করে ফেলেছিল তারা। আর সেই কারণেই কমিটির বৈঠকের এআইএফফ কাছে তারা দাবি রেখেছিল মোহনবাগান কে যেন এই মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন করে দেওয়া হয়।


Udayan Biswas

সম্পর্কিত খবর