আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অক্ষত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিলেন এই অজি মহিলা উইকেটরক্ষক

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন ভারত (India) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Dhoni) শুধুমাত্র একজন ভালো অধিনায়ক কিংবা একজন ভালো ব্যাটসম্যানই ছিলেন না। তিনি ছিলেন একজন দুর্দান্ত উইকেট কিপার। ধোনি উইকেটের পিছনে দাঁড়ালে অনেক সাহসী ব্যাটসম্যানরাও ক্রিজ ছেড়ে বাইরে বেরিয়ে যেতে ভয় পেতেন। উইকেটের পেছনে দাঁড়িয়ে ধোনি করেছেন অনেক বড় বড় রেকর্ড। এবার ধোনির রেকর্ড ভেঙ্গে দিলেন অস্ট্রেলিয়ার মহিলা দলের উইকেট রক্ষক এলিসা হিলি।

প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উইকেটকিপার হিসেবে সবথেকে বেশি বার আউট করা রেকর্ড ভেঙ্গে দিলেন অস্ট্রেলিয়ার এই মহিলা উইকেট রক্ষক। এতদিন পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট 91 বার উইকেটকিপার হিসাবে আউট করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙ্গে ধোনির থেকে এগিয়ে গেলেন অস্ট্রেলিয়া মহিলা উইকেট রক্ষক এলিসা হিলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গতকাল তিনি একটি আউট করে 92 টি শিকার করে ফেললেন।

যতদিন পর্যন্ত ধোনি জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ততদিন পর্যন্ত এই রেকর্ড ধোনির নামেই ছিল। ধোনি 91 টি উইকেট শিকার করতে সময় নিয়েছিলেন মাত্র 98 ম্যাচ। আর ধোনির এই রেকর্ড ভাঙতে অর্থাৎ 92 টি উইকেট শিকার করতে অস্ট্রেলিয়ার এলিসা হিলির সময় লেগেছে 114 টি ম্যাচ। যদিও আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর এখনও পর্যন্ত উইকেটের পিছনে দাঁড়িয়ে বেশ চনমনে মহেন্দ্র সিং ধোনি। তার প্রমাণ পাওয়া যাচ্ছে আইপিএলের প্রত্যেক ম্যাচেই।

ad

Udayan Biswas

সম্পর্কিত খবর