বারবার ভুল সিদ্ধান্তের জন্য নো-বল ডাকার দায়িত্ব হারালো ফিল্ড আম্পায়ার।

আইপিএল হোক কিংবা বিশ্বকাপ একাধিকবার আম্পায়ারের ভুল সিদ্ধান্তে জন্য ম্যাচের মোড় ঘুরে গিয়েছে। অনেক সময় বড় বড় গুরুত্বপূর্ণ ম্যাচ গুলিতে শুধুমাত্র আম্পায়ারের ভূল সিদ্ধান্তের জন্য জেতা ম্যাচ হাতছাড়া করতে হয়েছে অনেক দলকে। আর তাই স্বাভাবিকভাবেই এই বিষয়টি মাথাচাড়া দিয়ে বসেছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির। এর ফলে এবার নো-বলের নিয়মে পরিবর্তন আনতে চলেছে আইসিসি।

এবার ওয়ানডে ক্রিকেটে নো বল নিয়ে বড়সড় রদবদল হতে চলেছে। সাধারণত ফিল্ড আম্পায়ারই নো-বল দিয়ে থাকেন কিন্তু এবার থেকে নো-বল কল করার দায়িত্ব আর থাকছে না ফিল্ড আম্পায়ারের হাতে। এবার থেকে নো বল কল করবেন সরাসরি টিভি আম্পায়ার।

2678245588cc9f0a5a0ab0f676bbc7b6fd574164a5825831b45cdeb8447f0c8fbfb9baf93

এই নিয়মটি শুরু হতে চলেছে আগামী বৃহস্পতিবার ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড এর ওয়ানডে সুপার সিরিজের ম্যাচে। এই ম্যাচটি থেকে এবার থেকে ফ্রন্ট ফুট নো-বল ডাকার দায়িত্বে থাকবেন টিভি আম্পায়ার অর্থাৎ এবার চাপ অনেকটা কমে গেল ফিল্ড আম্পায়ারের।


Udayan Biswas

সম্পর্কিত খবর