ফুটবলার সই করানো নিয়ে লড়াই শুরু হয়ে গেল ইস্টবেঙ্গল-মোহনবাগানের মধ্যে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশ ঝিঙ্গান এই মুহূর্তে ভারতে ফুটবলে খুবই পরিচিত একটি নাম। এই মুহূর্তে ভারতের ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার হলেন সন্দেশ ঝিঙ্গান। এই সন্দেশ ঝিঙ্গানকে নিজেদের দলে নেওয়ার জন্য লড়াই শুরু হয়ে গেল এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে। তবে এই মুহূর্তে জীবনের সেরা ছন্দে থাকা এই ভারতীয় ডিফেন্ডারের লক্ষ্য বিদেশি ক্লাব।

গত মরশুমে আইএসএল শুরু হওয়ার ঠিক কয়েক সপ্তাহ আগেই হাঁটুতে অস্ত্রপচার হয়েছিল সন্দেশ ঝিঙ্গানের। তার ফলে গোটা আইএসএল তিনি খেলতে পারেননি কেরালা ব্লাস্টার্সের হয়ে। লকডাউনের কারনে ভারতবর্ষে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ফুটবল। আর এই সময়টাকেই কাজে লাগিয়েছেন সন্দেশ ঝিঙ্গান। লকডাউনের সময় যখন পুরো ভারতবর্ষ জুড়ে খেলাধূলা বন্ধ রয়েছে সেই সময় নিজের বাড়িতে ক্রমাগত ফিটনেস ট্রেনিং করে নিজেকে ফিট করে তুলেছেন সন্দেশ ঝিঙ্গান।

এই সন্দেশ ঝিঙ্গানকে নিজেদের দলে নেওয়ার জন্য আগেই ঝাঁপিয়ে পড়েছিল এটিকে মোহনবাগান। এটিকে মোহনবাগান দলের তরফে কয়েক মাস আগেই প্রস্তাব দেওয়া হয়েছিল সদ্য অর্জুন পুরস্কার পাওয়া এই ভারতীয় ফুটবলারকে। এছাড়াও আইএসএলের আরও বেশ কয়েকটি ক্লাব সন্দেশকে দলে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল কিন্তু কাউকেই এখনো পর্যন্ত পাকাকথা দেয়নি এই ভারতীয় ডিফেন্ডার। সন্দেশ নিজেও জানিয়েছেন যে তিনি কলকাতায় খেলতে আগ্রহী। আর তাই সন্দেশকে নিজেদের দলে পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী এটিকে মোহনবাগান। তবে এরই মধ্যে নতুন বিনিয়োগকারী সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধার পর সন্দেশকে প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল। এখন এটাই দেখার সন্দেশ শেষ পর্যন্ত কোন ভারতীয় খেলার সই করে নাকি বিদেশী ক্লাবে পাড়ি দেয়।

X