একশন শুরুঃ লাভ জিহাদের বিরুদ্ধে নয়া আইন কার্যকর হতেই প্রথম গ্রেফতার যোগীর রাজ্যে

বাংলাহান্ট ডেস্কঃ ‘Prohibition of Unlawful Religion Conversion Act’ নামক নতুন আইন চালু করেই কার্যকর করতে শুরু করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (yogi adityanath) রাজ্য উত্তরপ্রদেশ পুলিশ। দায়ের হল লাভ জিহাদের (love jihad) বিরুদ্ধে প্রথম অভিযোগ। নতুন আইন কার্যকর হতেই বরেলির দেওরানিয়া থানাতেই প্রথম অভিযোগ দায়ের করা হল।

ঘটনার বিবরণ
উত্তরপ্রদেশের বরেলির (bareilly) দেওরানিয়া এলাকায় এক ছাত্রীর বাবা স্থানীয় এক যুবকের নামে এই অভিযোগ করেছেন। অভিযোগ উঠেছে, উভাস আহমেদ নামে এক স্থানীয় যুবকের সঙ্গে তাঁর মেয়ের ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু বিগত এক বছর ধরে ওই যুবক তাঁর মেয়েকে ধর্ম পরিবর্তন করার জন্য চাপ দিচ্ছে।

arrest 0

জোর করে ধর্ম পরিবর্তনের চাপ দেওয়া হয়
এমনকি তাঁর মেয়েকে প্রেমের জালে ফাসিয়ে ওই যুবক মেয়েটিকে অপহরণও করে নিয়ে যায়। পুলিশ ছাত্রীকে উদ্ধার করার পরও, ওই যুবক ধর্ম পরিবর্তন করার জন্য চাপ দিতেই থাকে। এরপরই ওই ছাত্রীর বাবা পুলিশের কাছে অভিযোগ জানায়, তাঁর মেয়েকে খুনের হুমকি দিয়ে ছাত্রীটির জীবন দুর্বিষহ করে তুলেছে ওই যুবক। তাঁর মেয়ে এতোটাই ভয় পেয়েছে, যে সে কলেজও যেতে পারছে না।

গ্রেফতার হয় অভিযুক্ত যুবক
শুক্রবার, রাজ্য়পাল আনন্দীবেন পটেল লাভ জিহাদের বিরুদ্ধে এক অর্ডিন্য়ান্স জারী করার পর এই আইন কার্যকর হয়। আইন কার্যকর হতেই এই অভিযোগের ভিত্তিতে প্রথম গ্রেফতার করা হয় ওই যুবককে। পুলিশ জানিয়েছে, ধর্মীয় আইনের ৫০৪ এবং ৫০৬ ধারায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, এই নতুন আইনে জোর করে ধর্ম পরিবর্তন করার চেষ্টা করা হলে, অভিযুক্তকে ১০ বছরের জন্য সাজা ঘোষণা করার কথা বলা হয়েছে। তবে এই আইন বর্তমানে ৬ মাসের জন্য লাগু করা হয়েছে। বিধানসভায় সরকারকে এই প্রস্তাব পাশ করাতে হবে, নয়ত ৬ মাস পর এই আইন বাতিল হয়ে যাবে।


Smita Hari

সম্পর্কিত খবর