দেশের মাটিতে প্রথম দিনরাত্রি টেষ্ট ম্যাচ দেখা যাবে মাত্র ৫০ টাকায়।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর প্রচেষ্টার ফলে অবশেষে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে দিন রাত্রি টেস্ট ম্যাচ। আগামী 22 শে নভেম্বর ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেন্সে। আর এই ম্যাচটি দিয়েই ভারতের মাটিতে প্রথম দিন রাত্রি টেস্ট ম্যাচ হতে চলেছে। সেই সমযয়ে অর্থাৎ নভেম্বর মাসের শেষের দিকে কলকাতায় বেশ ভালোই শিশির পড়ে। আর সেই কথা মাথায় রেখেই দুপুর 2.30 টার পরিবর্তে একঘন্টা আগে অর্থাৎ 1.30 মিনিটে এই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ইডেন গার্ডেনে। অর্থাৎ রাতের দিকে শিশিরের কথা মাথায় রেখে এই ম্যাচের খেলা শুরু হবে দুপুর 1:30 থেকে।

দেশের মাটিতে প্রথম দিনরাত্রি টেস্ট ম্যাচ। আর এই ঐতিহাসিক মুহূর্তের কথা মাথায় রেখে অর্থাৎ ইতিহাসের সাক্ষী থাকতে মাঠে যাতে আরও বেশি পরিমাণে দর্শক হাজির হতে পারেন সেদিকে লক্ষ্য রাখছে সিএবি। অর্থাৎ এই ম্যাচে পুরো ইডেন গার্ডেন্স ভরিয়ে দেওয়ায় এখন সিএবির এদের মূল লক্ষ্য।

10795196923267bafb6968e30ae0eae7b8154219c

আর তাই এই ম্যাচে সিএবির তরফ থেকে টিকিটের মূল্য কমানো হয়েছে অর্থাৎ দিন পিছু 50 টাকা মূল্যে টিকিট কেটেও দেখা যাবে এই ঐতিহাসিক টেষ্ট ম্যাচ অর্থাৎ আগে যে টিকিটের মূল্য 100 টাকা ছিল সেটা এখন কমিয়ে এই ম্যাচের জন্য 50 টাকা করে দেওয়া হয়েছে। এছাড়াও এই ম্যাচে থাকছে 100 টাকা মূল্য টিকিট। আগে যে টিকিটের মূল্য 200 টাকা ছিল সেটাই এই ম্যাচে কমিয়ে 150 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে এই ম্যাচ ঘিরে সিএবির রয়েছে বেশ ভালো প্রস্তুতি।

Udayan Biswas

সম্পর্কিত খবর