শুভেন্দুর ডেডলাইনের আজই প্রথম দিন, ১২ ডিসেম্বর কী হচ্ছে বাংলায়?

বাংলা হান্ট ডেস্কঃ আজ ১২ ডিসেম্বর! পঞ্চায়েত ভোট পূর্বে সম্প্রতি বিজেপির বহু নেতা মন্ত্রীর গলায় শোনা যাচ্ছে ডিসেম্বর ডেডলাইন (December Deadline)। এই প্রসঙ্গ নিয়ে বারবার শাসক দলকে বিঁধেছে গেরুয়া শিবির, পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বেঁধে দিয়েছেন ডিসেম্বরের তিনটি তারিখ। ১২, ১৪ ও ২১। সেই মতো আজ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ডেডলাইনের প্রথম দিন। তবে কি হতে চলেছে আজ? দুপুর গড়িয়ে বিকেল। ক্রমশ্য কৌতুহলের পারদও চড়ছে বঙ্গবাসীর মনে।

রবিবারই বিরোধী দলনেতা মন্তব্য করেন, খুব শীঘ্রই অর্থনৈতিকভাবে দেউলিয়া হবে রাজ্য সরকার (State Government)। সাথেই দুর্নীতিতে জড়িত সকলের ঠাই হবে শ্রীঘরে। শুভেন্দুর এই মন্তব্যের পরই আরও জল্পনার ধোঁয়াশা জমতে শুরু করেছে রাজনীতির অন্দরে।

শুভেন্দুর ডেডলাইন প্রসঙ্গে কি প্রতিক্রিয়া জানাচ্ছে শাসক দলের নেতারা? এ প্রসঙ্গে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, ‘‌শুভেন্দু অধিকারী থেকে শুভেন্দু শাস্ত্রী হয়ে গিয়েছে। হাত গোনায় চলে গেল। শুভেন্দু বাস্তব কথাটা তুলে ধরেছে। বিজেপি এখন পুরোপুরি চুনি পান্না, ধারনের উপর চলে গিয়েছে। না হলে এভাবে ডেট বলে?’‌

তৃণমূলের কুণাল ঘোষের পাল্টা আক্রমণ ছুঁড়ে দিয়ে কটাক্ষের সুরে বলেন, ডিসেম্বরে কি হবে তা সবাই দেখছে। শ্যামল আদকের গ্রেফতারিই তার প্রমাণ।

suvendu adhikari

আজ দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের মামলা রয়েছে। সুতরাং কেষ্টর দিল্লি যাত্রায় আজ কি রায় দেয় আদালত হয় সেদিকে চেয়ে রয়েছে সকলে। অন্যদিকে শুভেন্দুর বারবার দেওয়া তারিখ ভবিষ্যৎবাণী কি সত্যি হতে চলেছে? কি ঘটতে চলেছে এই তিন তারিখ? সরাসরি তারিখ বেঁধে দিয়ে কি প্রমান করতে চাইছেন দলনেতা? রীতিমতো প্রশ্নের বিশাল পাহাড় তৈরী হয়েছে বাংলার মানুষের মনে। সকলের চোখ এখন এই তিন দিনে।

আপনাদের আরও জানিয়ে রাখি, ভাইপো অভিষেককে সঙ্গী করে আজ পাহাড়ের রাজ্য মেঘালয়ের উদ্দেশ্যে উড়ান দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কয়েকদিন সেখানেই থাকবেন এই দুই তৃণমূল সুপ্রিমো। রয়েছে ঠাসা কর্মসূচী।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর