বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার পর ভারতীয় দল এবার মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। যেখানে ৩ ম্যাচের টেস্ট সিরিজ (India-New Zealand Test Series) সম্পন্ন হবে। এদিকে, ওই সিরিজের প্রথম টেস্ট ম্যাচেই ঘটল বিপর্যয়। একটি বল না খেলেই বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনের খেলা ভেস্তে গেল বৃষ্টির কারণে।
বৃষ্টির কারণে ভেস্তে গেল বেঙ্গালুরু টেস্টের (India-New Zealand Test Series) প্রথম দিনের খেলা:
প্রসঙ্গত উল্লেখ্য যে, বৃষ্টির প্রসঙ্গে পূর্বাভাস থাকার কারণে এমনিতেই খেলা হবে কিনা তা নিয়ে অনুরাগীদের মধ্যে যথেষ্ট আশঙ্কা ছিল। এদিকে, সেই আশঙ্কাকেই সত্যি করে বৃষ্টির জন্য ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ডের (India-New Zealand Test Series) প্রথম টেস্টের প্রথম দিনের খেলা। খেলা শুরুর প্রথম দিন অর্থাৎ বুধবার সকাল থেকেই বেঙ্গালুরুতে আকাশের মুখ ভার ছিল। শুধু তাই নয়, দফায় দফায় শুরু হয় বৃষ্টিও।
এমতাবস্থায়, টসের আগেই ঢেকে দেওয়া হয় পিচ। তবে, বেলা সাড়ে ১১ টা নাগাদ বৃষ্টি কিছুটা কমে এলেও কভার খোলার মতো পরিস্থিতি তৈরি না হওয়ায় টসের সময়ও পিছিয়ে দেওয়া হয়। যার কারণে ভেস্তে যায় প্রথম সেশনের খেলা। এদিকে, দ্বিতীয় সেশনে বেশ কয়েকবার সাময়িকভাবে বৃষ্টি কমলেও খেলা শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
আরও পড়ুন: হবেনা কোনও পরীক্ষা! এবার এই কেন্দ্রীয় সংস্থার কলকাতার দপ্তরে কাজের সুযোগ, এভাবে করুন আবেদন
শেষ পর্যন্ত দীর্ঘ অপেক্ষার পর আম্পায়ারদের তরফে দুপুর আড়াইটে নাগাদ প্রথম দিনের খেলা বাতিল বলে ঘোষণা করে দেওয়া হয়। তবে, এরই মাঝে একটি স্বস্তির খবর মিলেছে। জানা গিয়েছে যে, বৃষ্টির সম্ভাবনা দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল অনেকটাই কম রয়েছে বেঙ্গালুরুতে। পাশাপাশি, বেঙ্গালুরুর ড্রেনেজ সিস্টেম খুব ভালো হাওয়ায় আগামীকালের খেলায় কোনও সমস্যা হবে না বলেই অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: রোহিত শর্মাকে RCB কিনতে চাইলে করতে হবে কত খরচ? জানিয়ে দিলেন অশ্বিন
প্রসঙ্গত উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ (India-New Zealand Test Series) ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ এই সিরিজ খেলা হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে। যেখানে আপাতত ওই পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। এদিকে, এই সিরিজের পর ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। এমতাবস্থায়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ টি টেস্ট জিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার বিষয়টি কার্যত নিশ্চিত করে ফেলতে চাইছে ভারত।