বাংলা সিনেমার চিরকালীন মহানায়িকা, অথচ কেরিয়ারের প্রথম ছবি কোনোদিন মুক্তিই পায়নি সুচিত্রার

বাংলা হান্ট ডেস্ক : আজ থেকে ঠিক ৫১ বছর আগে পা রেখেছিলেন সিনেমা জগতে। যদিও মুক্তি পায়নি তাঁর প্রথম ছবি। তখন অবশ্য কেই বা জানত তিনি একদিন হয়ে উঠবেন মহানায়িকা। হ্যাঁ আমরা কথা বলছি সুচিত্রা সেনকে (Suchitra Sen) নিয়ে।

পরিচালক সুকুমার দাশগুপ্তের হাত ধরে মুক্তি পেয়েছিল সুচিত্রা সেন অভিনীত ‘সাত নম্বর কয়েদি’। এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। একের পর এক সিনেমায় চমক দিনেছেন তিনি। উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে তিনি হয়ে উঠেছিলেন বাঙালির হার্টথ্রব।

Uttam suchitra

প্রথম বাঙালি অভিনেত্রী হিসেবে তিনি পেয়েছিলেন আন্তর্জাতিক পুরষ্কার। ‘সাত পাকে বাঁধা’ ছবিতে অভিনয় তাঁকে এনে দিয়েছিল মস্কো চলচ্চিত্র উৎসবের ‘সেরা অভিনেত্রীর সন্মান। নায়কের অভিনয়ে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

সুচিত্রা সেনের খ্যাতির একটা বড় অংশ জুড়ে রয়েছে অভিনেতা উত্তম কুমারের সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি। ১৯৫৩ সালে পথ চলা শুরু করেছিল এই জুটি। তাঁরা প্রথম কাজ করেছিলেন নির্মল দে পরিচালিত ‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে। দর্শকদের মন জয় করেছিল হাস্যরসে ভরা এই ছবি।

এরপর বসন্ত চৌধুরী, প্রশান্ত কুমার থেকে শুরু করে বিকাশ রায়, অশোক কুমার পর্যন্ত অনেকের সঙ্গেই বিভিন্ন ছবিতে জুটি বেঁধেছেন সুচিত্রা কিন্তু বাঙালির মনে জায়গা করে নিয়েছে সুচিত্রা-উত্তম জুটি।

additiya

সম্পর্কিত খবর