করোনাকে হারিয়ে সুস্থ হলেন প্রথম ভারতীয়, নিজেদের সাথে বাঁচালেন আরও অনেক ভারতবাসীকে

বাংলাহান্ট ডেস্কঃ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এলেন অমিত কুমার। করোনা ভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়ে প্রথম ভারতীয় (Indian) যিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। অমিত কুমার এবং তাঁর পরিবারের আরও ৫ সদস্য সম্পূর্ণ সুস্থ হলেন করোনাকে হারিয়ে দিয়ে। তাঁরা শুধু নিজেরাই বাঁচলেন না, নিজেদের সাথে বাঁচালেন আরও অনেক ভারতবাসীকে।

corona

ভারতে করোনা ভাইরাস তাঁর প্রভাব বিস্তার করতে শুরু করে দিয়েছে। করনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সরকারী তরফ থেকে বিভিন্ন সুরক্ষ মূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। লকডাউন করা হচ্ছে বিভিন্ন শহর। জনসাধারণকে ঘর থেকে বেরোতে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। লকডাউনের নিয়ম ভাঙ্গলে সরকারী পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন রকম শাস্তিমূলক ব্যবস্থাও। ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০০। এবং মৃতের সংখ্যা ১০।

সংকটজনক এই পরিস্থিতিতে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ভারতীয় কয়েকজন নাগরিক। মারণরোগ করোনা ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা উপলব্ধি করে বিন্দুমাত্র বিলম্ব না করে চিকিৎসকদের দ্বারস্থ হন এবং আইসোলেশনে চলে যান এই আগ্রার (Agra) বাসিন্দা অমিত কুমার এবং তাঁর পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসকদের সমস্ত নিয়ম মেনে সম্পূর্ণ সুস্থ হয়ে যান তাঁরা। করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর তৎক্ষণাৎ চিকিৎসা করে বর্তমানে সুস্থ হয়ে তাঁরা শুধু নিজেদেরকে নয়, তাঁদের সাথে বাঁচালেন তাঁদের আশেপাশের লোকজন এবং তাঁদের আত্মীয়দের।

নতুন জীবন ফিরে পেয়ে অমিত কুমার জানালেন, ‘একদম ভয় পাবেন না। এই সংকটময় পরিস্থিতিতে সরকার ও চিকিৎসকদের থেকে পরামর্শ নিন। চিকিৎসা না করিয়ে পালিয়ে বেড়িয়ে কোন লাভ নেই। এটি একটি অত্যন্ত ছোটো রোগ, যা সঠিক চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব। শুধুমাত্র আপনাদের সহযোগিতার প্রয়োজন। এখন আমাদের মূল দায়িত্ব ভারতকে বিপদ মুক্ত রাখা। ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো যাতে ভারতে ভয়াবহ আকার ধারণ না করে, সেদিকে খেয়াল রাখা। সরকারের পরামর্শ মতো বাড়িতেই থাকুন, পরিষ্কার থাকুন, রোগ ধরা পড়লে অযথা ভয় না পেয়ে আইসোলেশনে যান। চিকিৎসকদের সাহায্য করুন। রোগের থেকে দূরে না পালিয়ে, রোগকে দেশ থেকে মুক্ত করুন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর