প্রথম ‘অক্সিজেন এক্সপ্রেস’ পৌঁছাল মহারাষ্ট্রে, স্বস্তিতে চিকিৎসক থেকে রোগী

বাংলাহান্ট ডেস্কঃ অপেক্ষার অবসান ঘটল, প্রথম ‘অক্সিজেন এক্সপ্রেস’ (Oxygen Express) পৌঁছাল মহারাষ্ট্রে (maharashtra)। বিশাখাপত্তনম থেকে বৃহস্পতিবার যে ৭ টি অক্সিজেন ট্যাঙ্কার নিয়ে যাত্রা শুরু করেছিল ‘অক্সিজেন এক্সপ্রেস’, শুক্রবার সন্ধ্যেয় নাগপুরে পৌঁছায়।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিতেই দেশ জুড়ে অক্সিজেন সংকট ভয়াবহ আকার ধারণ করে। বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু থেকে শুরু করে, রোগীর বাড়ির আত্মীয়রা বিভিন্ন দিকে ছোটাছুটি করছে অক্সিজেনের জন্য। এই পরিস্থিতিতে ভারতীয় রেল সিদ্ধান্ত নিয়েছিল, প্রয়োজনীয় স্থানে অক্সিজেন পৌঁছে দেবে ‘অক্সিজেন এক্সপ্রেস’।

bjjbnjf

সেইমতই কাজ শুরু হয়েছিল। বিশাখাপত্তনমের রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের উৎপাদনকেন্দ্র থেকে অক্সিজেন ট্যাঙ্কারগুলোতে বৃহস্পতিবার অক্সিজেন ভরা হয়। প্রতিটি ট্যাঙ্কারে ১৫ টন তরল মেডিক্যাল অক্সিজেন ভর্তি করা হয়। এরপর মহারাষ্ট্রের উদ্দেশে রওনা দেয় ‘অক্সিজেন এক্সপ্রেস’।

রেল কর্তৃপক্ষ জানিয়েছিল, ‘লকডাউনের সময় আপৎকালীন পরিস্থিতিতে দেশবসীকে সেবা দিয়ে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণ এবং পরিষেবা দিয়েছিল রেল কর্তৃপক্ষ। এবার এই কঠিন পরিস্থিতিতে দেশের নানা প্রান্ত থেকে অক্সিজেন সংগ্রহ করে বিভিন্ন হাসপাতাল ও রোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে’।

sbcbcjcbj

সঠিক গন্তব্যে প্রথম ‘অক্সিজেন এক্সপ্রেস’ পৌঁছানোর পর রেল কর্তৃপক্ষ জানায়, ‘আরআইএনএল (RINL) এবং ওয়ালটেয়ার ডিভিশন অব ইস্ট কোস্ট রেলওয়েজের (Waltair Division of East Coast Railways) যৌথ উদ্যোগে এই কাজ সম্ভব হয়েছে। এই করোনা আবহে অত্যন্ত কার্যকরী পদক্ষেপ এটা’।

Smita Hari

সম্পর্কিত খবর