জীবনের প্রথম শো হয়েছিল ফ্লপ, বর্তমানে ইউটিউব থেকে কোটি টাকা রোজগার প্রাজক্তা কোলীর

   

বাংলাহান্ট ডেস্ক : ইউটিউবে (Indian Youtuber) ভিডিও বানিয়েই কোটি টাকা আয় করছেন অভিনেত্রী প্রাজক্তা কোলী (Prajakta Koli)। শুনতে অবাক লাগলেও একথা একেবারেই সত্যি। প্রতি মাসে ভিডিও পোস্ট করেই তিনি যায় করেন ৩০ থেকে ৪০ লক্ষ টাকা। অর্থাৎ বার্ষিক যায় প্রায় ৪ কোটিরও বেশি। অভিনয় জগত এবং বিজ্ঞাপনে কাজ করেও ভালো যায় করেন অভিনেত্রী।

মহারাষ্ট্রের থানেতে জন্মগ্রহণ করেন অভিনেত্রী প্রাজক্তা। সেখানেই বড় হয়ে ওঠেন তিনি। তাঁর বাবা মনোজ কোলী রিয়েল এস্টেট ব্যবসায়ী এমনকি একাধিক রেস্তোরাঁর মালিকও তিনি। অভিনেত্রীর মা শিক্ষিকা। ছোট থেকেই রেডিওতে কাজ করার ইচ্ছে ছিল তাঁর। মিলেও যায় সাফল্য। তবে একটি শো ফ্লপ হওয়ার কারণে সেই কাজ ছেড়ে দেন প্রাজক্তা।

Prajakta Koli

ঠিক সেই মুহূর্তেই সুদীপ লাহিড়ীর সঙ্গে আলাপ হয় তাঁর। সেই আলাপ থেকেই বন্ধুত্ব। তিনি নাকি অভিনেত্রীকে ইউটিউবে চ্যানেল খোলার জন্য অনুপ্রাণিত করেন। তাঁর কথা শুনে একটি হাস্য-কৌতুকের চ্যানেল খুলেও ফেলেন অভিনেত্রী। বেশ তারপরেই কেল্লাফতে। হু হু করে বাড়তে থাকে তাঁর অনুরাগী সংখ্যা। মাত্র কিছুদিনের মধ্যেই ভাইরাল হয়ে যায় তাঁর চ্যানেল ‘মোস্টলি সেন’।

Prajakta Koliতারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। সেখান থেকে মাসিক আয় আসতে থাকে ৩০ থেকে ৪০ লাখের কাছাকাছি। বিগত আট বছরে তাঁর ফলোয়ার্স সংখ্যা ছুঁয়েছে ৭৫ লাখের বেশি। দর্শক সংখ্যা কোটির ঘরে। তাঁর ইউটিউব চ্যানেলে দেখা মিলেছে বলিউড তারকাদের।

Prajakta Koli

যদিও এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। বলিউড জগতে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। ‘যুগ যুগ জিয়ো’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁকে দেখা গেছে ‘মিসম্যাচড’ ওয়েব সিরিজেও। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন ছুঁয়েছেন এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বৃশাঙ্ক খানালের। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এক হতে চলেছে চার হাত।

Avatar
additiya

সম্পর্কিত খবর