টেস্ট সিরিজ খেলতে নামার আগে ম্যাচ প্র্যাকটিস সেরে রাখলেন ভারতীয় দলের পাঁচ তারকা।

সামনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে প্রস্তুতি সেরে রাখলো কোহলি ব্রিগেড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার আগে নিজেদের ঝালায় করে নিলেন শুভমান গিল, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, চেতেশ্বর পূজারারা। সেই সাথে বল হাতে ম্যাচ প্র্যাকটিস করার সুযোগ পেয়ে গেলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডের পাঁচজন ক্রিকেটার খেলেন। তারা প্রত্যেকেই এই ম্যাচে সাফল্য পায়। বল হাতে সাফল্য পান অশ্বিন সেই সাথে ব্যাট হাতে প্রত্যেক ব্যাটসম্যানই বড় রান পান। তরুণ ব্যাটসম্যান শুভমান গিল বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক ভাবে বড় রান করে চলেছেন, এই ম্যাচেও দুরন্ত সেঞ্চুরি করেন তিনি। এই ম্যাচে গিল 190 বলে 136 রানের ইনিংস খেলেন।

13089862e34c0e923be0ba2ece2ba953fdb88166

শতরানের ইনিংস খেলেন অজিঙ্কা রাহানে। 148 বলে 101 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়াও হনুমা বিহারী 59 এবং পূজারা 53 রানের সুন্দর ইনিংস খেলেন। তবে এই ম্যাচটি ড্র হয়।

Udayan Biswas

সম্পর্কিত খবর