বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে বাংলার পাশাপাশি অসমেও (assam) চলছে বিধানসভা নির্বাচন। ১ লা এপ্রিল অসমে দ্বিতীয় দফার ভোটের দিন সকালে এক গোল বেঁধে যায়। সেখানে রাঙ্গিয়া (rangia) জেলায় রাস্তার পাশে পাকিস্তানের পতাকা (pakistani flag) উড়তে দেখা যায়। পাকিস্তানের পতাকা উড়তে দেখে স্থানীয়রা ক্ষেপে গিয়ে পাকিস্তান মুরদাবাদ শ্লোগান দিয়ে পাকিস্তানের পতাকা জ্বালিয়ে দেওয়া হয়।
ঘটনাটি ঘটে অসমের রাঙ্গিয়া জেলায় গোরুকুচি এলাকায়। সেখানকার স্থানীয়রা দেখেন বাঁশের মাথায় পাকিস্তানের পতাকা লাগিয়ে রাস্তার ধারে ভালো করে পুঁতে দেওয়া আছে। এবিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, রাঙ্গিয়ার প্রতিটি সম্প্রদায়ের মানুষ অত্যন্ত শান্তিতে একসঙ্গে বসবাস করেন। তাঁরা এই কাজ করতে পারে না। শুধুমাত্র ভোটের মরশুম হওয়ায় ইচ্ছে করে রাঙ্গিয়ার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে এই কাজ করেছে কোন বিরোধী দল।
#VIDEO | A Pakistani flag was found unfurled in Gorkuchi area of Rangia, #Assam.
Watch full video here: https://t.co/zunQqAoqkP#AssamAssemblyElections2021 #AssamElections2021withGPlus #Pakistan pic.twitter.com/XOJeqEs4bK
— G Plus (@guwahatiplus) April 1, 2021
এই বিষয়কে কেন্দ্র করে ভোটের বাজারেও রাজনৈতিক তর্জা তুঙ্গে। এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করতে ব্যস্ত রয়েছে। বিরোধীরা নিজেদের দিক থেকে দৃষ্টি সরানোর জন্য এই কাজের দোষ বিজেপির উপর চাপাতে ব্যস্ত হয়ে পড়েছে। তবে এখন অবধি জানা যায়নি, এই কাজ কারা করেছে।
Enemy inside. A Pakistani flag found unfurled on a small bamboo stick at Rangia Assam by some anti-social, anti-india people. Flag was set on fire by angry local residents. Local residents came out and vent out their anger by shouting "#Pakistan Murdabad". pic.twitter.com/JkPouzftk7
— Nandan Pratim Sharma Bordoloi (@NANDANPRATIM) April 1, 2021
সেখানকার এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘আমরা যখন এখানে এসেছিলাম, তখন এখানে পাকিস্তানের পতাকা উড়তে দেখি। আমরা খুব ভালো করেই জানি এই ধরণের কাজ কারা করতে পারে’। পরবর্তীতে সেখানকার সকল বাসিন্দারা মিলে পাকিস্তান মুরদাবাদ শ্লোগান দিয়ে পাকিস্তানের পতাকা জ্বালিয়ে দেয়। স্যোশাল মিডিয়ায় এই দৃশ্য ব্যাপকহারে ভাইরাল হয়ে যায়।