এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনা আতঙ্ক চলছে। এই মুহূর্তে পুরো বিশ্ব লকডাউন অবস্থায় দিন কাটাচ্ছে, এমন পরিস্থিতিতে বন্ধ রয়েছে সমস্ত ধরনের খেলাধুলা। ফিফার তরফে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের ফুটবল প্রতিযোগিতা। এরই মধ্যে করোনা ভাইরাসকে তোয়াক্কা না করে তুর্কমেনিস্তানে শুরু হয়ে গেল বন্ধ হয়ে থাকা ফুটবল লীগ। এমনকি সেই ফুটবল লিগের ম্যাচ দেখার জন্য মাঠে হাজির ছিলেন পাঁচশোর বেশি দর্শক।
মার্চ মাস নাগাদ যখন করোনা ভাইরাস বিশ্বজুড়ে প্রভাব ফেলতে শুরু করেছে, সেই সময় আট দল নিয়ে হওয়া ফুটবল প্রতিযোগিতা স্থগিত করে দেওয়া হয়েছিল তুর্কমেনিস্তান ফুটবল ফেডারেশনের তরফে। কিন্তু তার কয়েক মাসের মধ্যেই বিশ্বজুড়ে যখন করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে, সেই সময়ে বন্ধ হয়ে থাকা ফুটবল লিগ ফের শুরু করে দিল তুর্কমেনিস্তান ফুটবল ফেডারেশন।
তুর্কমেনিস্তান প্রশাসনের তরফে এই ফুটবল লিগ চালু করার ব্যাপারে পূর্ণ সমর্থন করা হয়েছে। তুর্কমিনিস্তান প্রশাসন জানিয়েছে যখন বিশ্বজুড়ে করোনা ভাইরাস প্রভাব ফেলতে শুরু করেছিল তখন আমরা এই ফুটবল লিগ স্থগিত করে দিয়েছিলাম। কিন্তু এখন আমাদের দেশে সেই ভাবে করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি সেই কারণে আমরা ফের এই ফুটবল লীগ শুরু করলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে গোটা বিশ্ব এক হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছে, সেই জায়গায় দাঁড়িয়ে তুর্কমেনিস্থানের এমন আচরণ বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে।