দেশজুড়ে চলছে করোনো মহামারি। আর এই মহামারির সময় দেশ ও সাধারণ মানুষের সুরক্ষার জন্য সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পুলিশকর্মীরা। ইতিমধ্যেই বেশ কয়েকজন পুলিশকর্মীও করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। এবার পুলিশকর্মীদের পাশে দাঁড়ালো ফুটবলারদের সংগঠন “Players for Humanity।”
এবার অভিনব উপায়ে পুলিশকর্মীদের পাশে দাঁড়ালেন প্রণয় হালদার, সুব্রত পাল, প্রবীর দাস, মহম্মদ রফিক, ভিনসন দেবদাসের মত মতো ফুটবলাররা। এই মরন ভাইরাসের হাত থেকে বাঁচার অন্যতম প্রধান উপায় হল মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আর তাই পুলিশকর্মীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তাদের হাতে ইমিউনিটি বাড়ানোর হোমিওপ্যাথি ওষুধ তুলে দিল এই ফুটবল সংগঠনটি।
শুক্রবার ব্যারাকপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে পুলিশ কমিশনার মনোজ ভার্মার হাতে এই ঔষধ সামগ্রী তুলে দেন ফুটবলাররা। ফুটবলারদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এছাড়াও এই ফুটবল সংগঠনটি জানিয়েছেন ভবিষ্যতে কলকাতা পুলিশ, হাওড়া পুলিশ এবং বিধান নগর পুলিশের হাতেও এই ঔষধ সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেবে তারা।