ধোনির কিপিং স্টাইল নিয়ে বিশেষবার্তা দিলেন বাংলার প্রাপ্তন কোচ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ 2002 সালে আগরতলা পলিটেকনিক মাঠে বিজয় হাজারে ট্রফিতে মুখোমুখি হয়েছিল বাংলা বনাম ঝাড়খন্ড। সেই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঝাড়খন্ড অধিনায়ক। ঝাড়খন্ডের দুই ওপেনার ব্যাটিং করতে নেমেই দুর্দান্ত পার্টনারশিপ শুরু করে। ঝাড়খন্ডের এক ওপেনার ব্যাটিং করতে নেমেই সকলের নজর কাড়ে। একের পর এক লম্বা লম্বা শর্ট মেরে তিনি সকলকে অবাক করে দেন।

তারপর বাংলার কোচ সাইটস্ক্রিনের সামনে গিয়ে বোলার রনদেব বসুকে বলেন ছেলেটার গায়ে খুব জোর ওকে আস্তে বল করো এবং মারার খুব একটা জায়গা দিও না। কিন্তু বেশ কয়েকটা আস্তে বলেও সে এমন কিছু শট মারে যা দেখে রীতিমতো বোঝা যায় যে ছেলেটার মধ্যে প্রতিভা হয়েছে। সেই ম্যাচে ও বেশ কয়েকটি অন্যরকম শর্ট মেরেছিল, পরে জানতে পেরেছিলাম সেগুলি ছিল ওর হেলিকাপ্টার শট।

এছাড়াও সেই সময়কার বাংলার অধিনায়ক ধোনির কিপিংয়ের প্রশংসা করেছেন। তিনি বলেছেন ধোনির কিপিং করার স্টাইল সম্পূর্ণ আলাদা। ধোনির মতো উইকেটকিপার ক্রিকেট বিশ্বে আর আছে বলে মনে হয় না। সাধারণত যেকোনো উইকেট কিপার ব্যাটসম্যানকে স্ট্যাম্প করার সময় আগে তার হাতে বল আসতে দেন তারপর স্ট্যাম্প করেন। কিন্তু ধোনির নিয়ম সম্পূর্ণ আলাদা স্পিন বোলারদের ক্ষেত্রে বল হাতে আসার আগে থেকেই বল ধরে ভগ্নাংশের রকম সেকেন্ডের মধ্যে স্ট্যাম্প করে দেন ধোনি। যেটা অন্য কারুর পক্ষে সম্ভব নয়।

X