বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অথচ এখন পেটের দায়ে তাকে শ্রমিকের কাজ করতে হচ্ছে। রাজেন্দ্র সিং ধামি নামে ভারতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের প্রাপ্তন অধিনায়ক তার শরীরের 90 শতাংশ প্রতিবন্ধকতা অথচ এখন শুধুমাত্র পেটের দায়ে তাকে পাথর ভাঙ্গা শ্রমিকের কাজ করতে হচ্ছে। এক সময় যে হাতে তিনি ব্যাট-বল ধরেছিলেন এখন সেই হাতে তিনি হাতুড়ি আর পাথর ধরছেন।
বর্তমানে করোনা ভাইরাসের জন্য দেশজুড়ে লকডাউন চলছে এর ফলে প্রায় সকলেরই পেশায় টান ধরেছে। বহু মানুষ নিজের পেশা ছেড়ে এই মুহূর্তে বিকল্প রাস্তা বেছে নিয়েছেন শুধুমাত্র পেটের দায়ে। কিন্তু ভারতবর্ষের মতো দেশ যেখানে ক্রিকেটকে ঘিরে এত উন্মাদনা সেখানেই জাতীয় দলের অধিনায়ককে শেষ পর্যন্ত পাথর ভাঙ্গা শ্রমিকের কাজ করতে হচ্ছে। এটা সত্যি দুঃখজনক ঘটনা।
প্রাক্তন ভারত অধিনায়ক ধামি জানিয়েছেন একটি টুর্নামেন্ট হওয়ার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের জেরে সেটি বন্ধ হয়ে গিয়েছে। আর সেই কারণে আর্থিক টানাপোড়নের মধ্য দিয়ে জীবন কাটছে তার। ইতিমধ্যেই তিনি সরকারের কাছে তার যোগ্যতা অনুযায়ী কাজের জন্য আবেদন করেছেন, সরকার আশ্বাস দিয়েছেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে ধামি রোজগার করতে পারেন। এখন সরকারের দিকে তাকিয়ে রয়েছেন ভারতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের প্রাপ্তন অধিনায়ক রাজেন্দ্র সিং ধামি।