বাংলা হান্ট ডেস্ক: মাত্র ৩১ বছর বয়সেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ভারতের এক ক্রিকেটার। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ফাস্ট বোলার অঙ্কিত রাজপুত এই বিরাট সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL-এ একাধিক দলের হয়ে খেলেছেন। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়েও খেলেছেন তিনি। কিন্তু, এবার ভারতের ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে IPL-এও তাঁকে আর দেখা যাবে না।
খেলেছেন KKR (Kolkata Knight Riders)-এর হয়েও:
প্রসঙ্গত উল্লেখ্য যে, আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাননি অঙ্কিত। এজন্য তাঁর একটা আফসোস ছিলই। মাত্র ৩১ বছর বয়সে, অঙ্কিত রাজপুত তাঁর অবসর ঘোষণা করেছেন। তিনি IPL-এ রাজস্থান রয়্যালস থেকে শুরু করে কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস), কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। যদিও ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি মাত্র ২৯ টি ম্যাচ খেলেন। এর পাশাপাশি তাঁর ৮০ টি প্রথম শ্রেণির এবং ৫০ টি লিস্ট এ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এখন তাঁকে রিটায়ার্ড ক্রিকেটারদের লিগে খেলতে দেখা যেতে পারে।
এদিকে, ইনস্টাগ্রামে নিজের অবসর সম্পর্কে তথ্য দিয়ে অঙ্কিত রাজপুত লিখেছেন, “অত্যন্ত কৃতজ্ঞতা এবং বিনয়ের সাথে, আমি ভারতীয় ক্রিকেট থেকে আমার অবসর ঘোষণা করছি। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত আমার এই সফর আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর সময় ছিল। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন, IPL ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টসের কাছে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ।”
View this post on Instagram
অঙ্কিত জানান, “আমার সমস্ত সতীর্থ, কোচ, বিশেষ করে ফিজিও ডাঃ সাইফ নকভি, কোচ শশী স্যার এবং সাপোর্ট স্টাফদের ধন্যবাদ। আপনাদের সকলের সাথে খেলা একটি পরম সৌভাগ্যের বিষয় এবং আমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সাহায্য করার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।”
আরও পড়ুন: হু হু করে কমছে সংখ্যা! পাকিস্তানে রয়েছে আর কতগুলি হিন্দু মন্দির? জানলে হবে দুঃখ
তিনি আরও লিখেছেন যে, “আমার সমস্ত অনুরাগীরা যাঁরা উত্থান-পতনের মধ্য দিয়ে আমাকে সমর্থন করেছেন, আমি সবসময় আপনাদের সাথে কাটানো মুহূর্তগুলিকে নিজের মধ্যে রাখবো এবং আপনাদের সমর্থন সর্বদা আমার কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি আমার পরিবার এবং বন্ধুদের আমার কেরিয়ার জুড়ে আমাকে তাঁদের নিঃশর্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই।”
আরও পড়ুন: আম্বানির এই একটা চালেই ঘোর সঙ্কটে BSNL, আচমকাই কমছে গ্রাহক সংখ্যা! বাজিমাত করল Jio
অঙ্কিত বলেন, “তাঁরা আমার মেরুদণ্ড এবং তাঁদের ছাড়া, আমি এখন যেখানে পৌঁছেছি তা অর্জন করতে সক্ষম হতাম না। আমি ঘোষণা করতে পেরে অত্যন্ত আনন্দিত যে আমি ক্রিকেট বিশ্বে এবং এর ব্যবসায়িক দিকগুলিতে নতুন সুযোগগুলি অন্বেষণ করব। যেখানে আমি আমার পছন্দের খেলায় অংশগ্রহণ করতে থাকব ও নতুন এবং ভিন্ন পরিবেশে নিজেকে চ্যালেঞ্জ জানাতে থাকব। আমি বিশ্বাস করি এটি একজন ক্রিকেটার হিসেবে আমার যাত্রার পরবর্তী ধাপ এবং আমি আমার জীবনের এই নতুন অধ্যায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি যে সতীর্থদের অংশ হয়েছি তাঁদেরকে শুভেচ্ছা জানাই। সমস্ত স্মৃতির জন্য ধন্যবাদ।”