বাংলা হান্ট ডেস্ক: ভারত-মলদ্বীপ (India-Maldives Controversy) বিতর্কের আবহেই এবার তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া জানালেন মলদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ (Mohamed Nasheed)। তিনি জানিয়েছেন, “আমরা যদি ভারতকে সম্মান না করি তাহলে মলদ্বীপ ক্ষতিগ্রস্ত হবে।” এদিকে, তাঁর এই বিবৃতি ঠিক সেই সময়ে সামনে এসেছে যখন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উগান্ডায় মলদ্বীপের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মলদ্বীপের মহম্মদ মইজ্জুর সরকার ভারতকে তার সৈন্য প্রত্যাহার করতে বলেছে। এছাড়াও, তাঁর সরকার চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে ভারতের ওপর নির্ভরতা কমানোরও সিদ্ধান্ত নিয়েছে। এজন্য মলদ্বীপ তুরস্কের সাথে একটি শস্য চুক্তি করেছে। এদিকে, ওই দেশটি নিজেই রাশিয়া ও ইউক্রেন থেকে শস্য কিনে খাদ্যের সংস্থান করে।
Maldivians have achieved self rule for centuries because we are tactful & strategic. Not because of brute strength. If our leaders lack foresight & go stomping about beating their chest, we will suffer. India is our neighbour & friend. We should afford India respect at all times.
— Mohamed Nasheed (@MohamedNasheed) January 18, 2024
কি জানিয়েছেন নাশিদ: এই প্রসঙ্গে নাশিদ “এক্স” মাধ্যমে লিখেছেন যে, “মলদ্বীপ বহু শতাব্দী ধরে স্ব-শাসন উপভোগ করেছে। কারণ আমরা চতুর এবং কৌশলগত দিকে হেঁটেছি। পাশবিক শক্তির কারণে নয়। আমাদের নেতাদের যদি দূরদৃষ্টি না থাকে এবং তাদের বুক চাপড়াতে হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। ভারত আমাদের প্রতিবেশী এবং বন্ধু। আমাদের উচিত সবসময় ভারতকে সম্মান করা।”
আরও পড়ুন: বিশ্বে সবথেকে শক্তিশালী এই দেশের মুদ্রা! কত নম্বরে রয়েছে ভারতীয় টাকা? রইল গোটা তালিকা
ভারতকে সেনা প্রত্যাহার করতে বলেছে মালদ্বীপ: এদিকে, নাশিদের এহেন মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মলদ্বীপ সরকার ভারতকে আগামী ১৫ মার্চের মধ্যে মলদ্বীপের ভূখণ্ড থেকে সৈন্য প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে। উল্লেখ্য যে, ভারত থেকে উপহার দেওয়া দু’টি হেলিকপ্টার এবং একটি ডর্নিয়ার বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ভারতীয় সেনারা মলদ্বীপে রয়েছেন। ভারতীয় বিদেশ মন্ত্রকের মতে, ভারত মলদ্বীপে বিমান পরিচালনা চালিয়ে যাওয়ার জন্য একটি সমাধান খুঁজে বের করার প্রস্তাব করেছে।
আরও পড়ুন: কন্যাদান করলেন প্রধানমন্ত্রী মোদী! বিবাহের আসরে সারলেন “পিতা”-র কাজ, কার বিয়ে দিলেন তিনি?
মলদ্বীপ তুরস্কের কাছ থেকে ড্রোন কিনছে: এদিকে ঠিক এই আবহেই সূত্র জানিয়েছে, মলদ্বীপ সামরিক ড্রোন কেনার জন্য তুরস্কের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। এই ড্রোনগুলি মলদ্বীপের সামুদ্রিক সীমান্তের নিরাপত্তা এবং টহল দেওয়ার জন্য ব্যবহার করা হবে। এর জন্য মলদ্বীপ খরচ করবে ৩৭ মিলিয়ন ডলার।