বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) নিয়ে চারিদিকেই চলছে সতর্কবার্তা। কখনও টিভিতে, কখনও ফোনের কলার টিউন হিসাবে, তো আবার কখনও ট্রেনের ভেতরেও চলছে করোনার সতর্কবার্তা। সম্প্রতি রেল কর্তৃপক্ষের তরফ থেকেই এই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেনে চড়লেই আপনি শুনতে পাবেন করোনা বিষয়ক বিভিন্ন সতর্কবার্তা। কিন্তু প্রাক্তন রেলমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুরেশ প্রভু (Suresh Prabhu) এখন রয়েছেন আইসোলেশনে। আগামী ১৪ দিন সেখানেই থাকার কথা ঘোষণা করেন তিনি।
বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরনরে পর এবার তাঁরই পথে হাঁটলেন প্রাক্তন রেলমন্ত্রী। সৌদি আরব থেকে সম্প্রতিই ফিরেছেন তিনি। ভারত (India) সরকারের নিয়ম মোতাবেক সমস্ত বিদেশ ভ্রমণকারী ব্যক্তিকে করোনা পরীক্ষা করা হচ্ছে। তাঁকেও সেই পরীক্ষা করা হয়। কিন্তু পরীক্ষা রিপোর্ট নেগেটিভ আসে। সুরেশ প্রভুর শরীরে করোনা ভাইরাস না পাওয়া গেলেও তিনি আগামী ১৪ দিন নিজেকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেন। আগামী ১৪ দিন তিনি দেশ মধ্যস্থ অন্যান্য ব্যাক্তিদের থেকে দূরে থাকার কথা ঘোষণা করেন।
করোনাভাইরাস খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে চারিদিকে। অল্প কিছুদিনের মধ্যেই এই ভাইরাস ভারতে (India) ছড়িয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৩ এবং ইতিমধ্যেই মারা গেছেন ৩ জন। কলকাতায়ও থাবা বসিয়েছে করোনা। ইংল্যান্ড ফেরত এক তরুণের দেহে মিলেছে এই ভাইরাস। চিকিৎসারত অবস্থায় রয়েছে ওই পরিবারের সকলে। লাদাখের লেহ অঞ্চলের এক জওয়ানের দেহ মিলল করোনা ভাইরাসের অস্তিত্ব।
করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সরকারের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিদেশ থেকে কোন নাগরিক আসলে, আগেই তাকে পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজন বুঝলে আইসোলেশনেও রাখা হচ্ছে। সাধারণ মানুষকে অহেতুক আতঙ্কিত না হওয়ার কথা বলা হচ্ছে। এবং বারবার সাবান বা স্যানেটাইজার দিয়ে হাত ভালো করে ধোয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।