ডবল ঝটকা খেলেন এলন মাস্ক, ইন্টারনেটের পর এবার ভারতে Tesla গাড়ির ভবিষ্যৎও অন্ধকারে

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ভারতে এলন মাস্কের সংস্থা Starlink-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রবল অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছে। প্রথমে সংস্থার তরফে চলতি মাসের শেষের দিকে ভারতে ব্যবসা করার জন্য প্রয়োজনীয় লাইসেন্স পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রকাশ করা হলেও পরবর্তীকালে তা প্রশ্নের মুখে পড়েছে।

এদিকে, কেন্দ্রীয় সরকার কয়েক সপ্তাহ আগে জানিয়ে দেয় যে, স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবাগুলির ভারতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দেওয়ার কোনো লাইসেন্স নেই। এর সাথে, সরকার জনগণকে এলন মাস্কের সংস্থার পরিষেবা না নেওয়ারও পরামর্শ দিয়েছে।

এমতাবস্থায়, স্টারলিঙ্ক ইন্ডিয়ার কান্ট্রি ডিরেক্টর সঞ্জয় ভার্গব ইতিমধ্যেই তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। লিঙ্কডইন পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য জানান। সঞ্জয় ভার্গব স্টারলিঙ্কের জন্য ভারতে পরিষেবা দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন।

এবার, ভারতে Tesla-র গাড়ি নিয়েও অনিশ্চয়তার কথা শোনালেন এলন মাস্ক। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে Tesla-র একাধিক মডেলের গাড়ি। কিন্তু ভারতে এখনও এই গাড়ি লঞ্চ না হওয়ার কারণে স্বভাবতই ইলেকট্রিক গাড়ি প্রেমীদের মধ্যে কিছুটা হতাশা রয়েছে।

ইতিমধ্যেই ট্যুইটারে এক ব্যক্তি এলন মাস্কের কাছে কবে ভারতে টেসলার গাড়ি লঞ্চ হতে পারে তা নিয়ে প্রশ্ন করেন। আর তার উত্তর দিতে গিয়েই ভারতে এই গাড়ির ভবিষ্যত নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন মাস্ক। তিনি জানিয়েছেন, টেসলার ইলেকট্রিক গাড়ি লঞ্চের আগে ভারত সরকারের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।

তবে ঠিক কোন কোন চ্যালেঞ্জের জন্য ভারতে Tesla-র গাড়ির লঞ্চ পিছিয়ে যাচ্ছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতে কাজকর্ম শুরু করেছে Tesla। এছাড়াও শুরু হয়েছে ভারতের রাস্তায় ইলেকট্রিক গাড়ি পরীক্ষা ও সুপারচার্জার তৈরির কাজও। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে সংস্থার Model 3-এর হাত ধরে ভারতের বাজারে প্রবেশ করতে পারে টেসলা।

tesla news

তবে, এখনই ভারতে উৎপাদন না হলেও চাহিদা বাড়লে ভবিষ্যতে এদেশেও কোম্পানির পৃথক উৎপাদন কেন্দ্র তৈরি হতে পারে। কিন্তু, আমদানির ক্ষেত্রে করের পরিমান খুব বেশি থাকে। এক্ষেত্রে, সংস্থার তরফে জানানো হয়েছিল যে, যে দেশগুলি সবথেকে বেশি কর আদায় করে তাদের মধ্যে অন্যতম ভারত।

এদিকে, দেশে উৎপাদনের পরিকাঠামো তৈরির জন্য সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেন অনেকেই। এই কারণেই ইতিমধ্যেই ভারতে গাড়ি উৎপাদন শুরু করেছে BMW, Audi, Marcedes Benz-এর মতো বৈদেশিক গাড়ি সংস্থাগুলি। এমতাবস্থায়, টেসলার গাড়ি ভারতে আসতে যে এখনও বেশ কয়েকদিন সময় লাগবে তা বুঝতে পারছেন সকলেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর