বাংলাহান্ট ডেস্কঃ এক অবাক ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব। আগের বছর একটি ট্রাকে করে মহারাষ্ট্রর (Maharashtra) রওনা দিয়েছিল একটি বিশেষ ধরনের মেশিন। দীর্ঘ প্রায় এক বছর পরে অবশেষে ট্রাকটি এসে পৌঁছল কেরলাতে। বিশেষ স্পেস প্রোজেক্টের জন্যই ওই যন্ত্রটি নিয়ে আসা হয়েছে। তিরুবনন্তপুরমের (Thiruvananthapuram) বিক্রম সারাভাই স্পেস সেন্টারের একটি প্রোজেক্টের কাজের জন্যই নিয়ে আসা হয়েছে ওই বিরাট আকারের যন্ত্রটি।
We're using rope to carry cargo's weight. It's being pulled by two axels, front & back, both have 32 wheels each & puller has 10 wheels. Puller is pulling it all. Drop deck weighs 10 tonnes & cargo weighs 78 tonnes. Weight is being distributed in two axels: Staff with the cargo https://t.co/m2Ll3ck4fI pic.twitter.com/jQgiQTCepS
— ANI (@ANI) July 19, 2020
সূত্র মারফত জানা গিয়েছে, আগের বছরের ৮ জুলাই রওনা দিয়েছিল ওই মেশিনটি মহারাষ্ট্র থেকে। তারপর এক বছর ধরে চারটি রাজ্য ঘোরে, তারপর অবশেষে রবিবার কেরলে এসে পৌছয়।
সকলেই আসা করছেন কেরলের ভিআরসিসিটে কাজ করতে সক্ষম হবে ওই যন্ত্রটি। মহারাষ্ট্র থেকে ট্রাকে করে যে যন্ত্রটি রওনা দিয়েছিল তার নাম এয়ারস্পেস হরাইজন্তাল অটোক্লেভ যা যে কোন পদার্থকে ওজোন শূন্য করতে সক্ষম।
আর গত এক বছর ধরে বিভিন্ন রাজ্য ঘুরে বিজের প্রদর্শন ক্ষমতা দেখানোর পরে অবশেষে কেরলে পৌছায় ওই যন্ত্রটি। রাস্তা কম থাকলেও গাছ কেটে রাস্তা বড় করে নেওয়া হয়েছে। কারণ মেশিনটি অনেক বড় এবং ওজনও অনেক বেশী।
যন্ত্রটির সঙ্গে ট্রাকে থাকতেন ৩২ জন কর্মী। যন্ত্রটির ওজন প্রায় ৭০ টন। এটি তৈরি কড়া হয়েছিল নাসিকে। আর দ্রুত এটি ভারতের মহাকাশ গবেষণার কাজে অংশ নেবে।
ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র দীর্ঘ দিন ধরে একাধিক বিষয় নিয়ে গবেষণা চালিয়ে আসছে। আর এই নয়া যন্ত্র যোগ দেওয়ার ফলে মজনে কড়া হচ্ছে গবেষণার ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হবে।
পাশপাশি, মনে কড়া হছে নতুন কোন দিক হয়তো আগামী দিনে ভারতীয় মহাকাশ গবেষকদের সামনে খুলে যেতে পারে। সেই কারণে এই যন্ত্রটির ভারতীয় মহাকাশ গবেষণাতে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছেন অনেকেই। ৩৮ চাকার ট্রাকে করে এল অতিকায় মেশিন, ৩৪ ঘন্টার রাস্তা আসতে সময় লাগল ১ বছর।
বিক্রম সারাভাই স্পেস সেন্টারের একজন কর্মকর্তা জানিয়েছেন, যে ট্রাকে বোঝাই মেশিনটি আলাদাভাবে আনা যায়নি। এই কারণেই এটি ট্রাকে করে একসাথে আনার প্রয়োজন হয়েছিল। ট্রাকটি এখন বিক্রম সারাভাই স্পেস সেন্টারে পৌঁছেছে, আমরা খুব আনন্দিত।