স্বামীকে দিয়েছেন ছেলের সুখ, ঈদে স্বামীর কাছ থেকে যে উপহার হাতালেন পরীমনি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সবেমাত্র পেরিয়েছে ঈদ। আর এই বিশেষ দিনে সাধারণ মানুষের পাশাপাশি আনন্দে মেতে উঠেছিলেন বলিউডের (Bollywood) সব সেলেবরা। সেই তালিকা থেকে বাদ পড়লেন না বাংলাদেশী নায়িকা পরীমনি (Porimoni)। মা হওয়ার পর এটাই অভিনেত্রীর প্রথম ঈদ। আর সে কারণে এই দিনটি তাঁর কাছে একটু বেশি স্পেশাল ছিল।

চলতি বছর ঈদের আগেই শহর কলকাতায় এসেছিলেন বাংলাদেশী নায়িকা পরীমনি। জমিয়ে করেছেন শপিং। কিনেছেন মেকআপ প্রোডাক্ট। স্বামীর জন্যও কিনেছেন নানান রকম উপহার। তবে ঈদে স্বামী শরিফুল রাজের কাছে পরীমনি কি উপহার নিয়েছেন এবার সেই বিষয়ে জানালেন এক সাংবাদিক সাক্ষাৎকারে।

Porimoni

বিগত কয়েকমাস ধরে সম্পর্কে চলছিল টানাপোড়েন। স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন বাংলাদেশী অভিনেত্রী। এমনকি ছেড়ে চলে গেছিলেন শশুরবাড়ি। স্বামীর বিরুদ্ধে এনেছিলেন গায়ে হাত তোলার অভিযোগ। যদিও এসব এখন অতীত। স্বামী-পুত্রকে নিয়ে আপাতত সুখেই দিন কাটাচ্ছেন পরীমনি।

Porimoni

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, ঈদ উপলক্ষ্যে শরিফুল রাজের কাছ থেকে তিনি হাতিয়েছেন ১ লক্ষ টাকা। আর সেই টাকা নিয়েই কলকাতা গিয়েছিলেন শপিং করতে। স্বামীর জন্যও এনেছেন উপহার। ঈদের দিন নিজে হাতে রান্না করে রাজকে খাইয়েছেন তিনি।

Porimoni

২০২১ সালে শরিফুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরীমনি। গোপনে বিয়ে সেরেছিলেন তাঁরা। তবে ২০২২ সালে পুনরায় ঘটা করে গাঁটছড়া বাঁধেন চর্চিত এই জুটি। গত বছরের ১০ ই আগস্ট ঘর আলো করে আসে পুত্র সন্তান। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানিয়েছিলেন ছেলের নাম রেখেছেন শাহীম মুহম্মদ রাজ্য। ছেলের প্রথম ঈদ বেশ আনন্দের সঙ্গেই কাটালেন পরীমনি।

সম্পর্কিত খবর

X