বাংলা হান্ট ডেস্ক: আজকে সমগ্র দেশজুড়ে যে বিষয়টি আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে তা হল চলতি বছরের বাজেট। যেখানে, সোনা এবং রুপো সংক্রান্ত একটি বড় ঘোষণা সামনে এসেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই ঘোষনার পর আচমকেই সোনার দামে (Gold Price) বড় পতন পরিলক্ষিত হয়েছে। জানা গিয়েছে যে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতার শেষে, সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ৪,০০০ টাকা কমেছে।
সোনার দামে (Gold Price) বিপুল পতন:
MCX-এ দাম কোথায় পৌঁছেছে: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর বাজেট বক্তৃতায় সোনা (Gold Price) ও রুপো সহ অন্যান্য ধাতুর ওপর কাস্টম ডিউটি কমানোর ঘোষণা করেছেন। সরকার এখন সোনা ও রুপোর ওপর ইতিমধ্যেই কাস্টম ডিউটি কমিয়ে ৬ শতাংশ করেছে। এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রভাবে সোনার দামে পতন দেখা গেছে এবং এটি ৪,০০০ টাকা কম হয়েছে। অন্যদিকে, রুপোর দামও উল্লেখযোগ্যভাবে কমেছে।
MCX-এ সোনার ফিউচার ট্রেডিংয়ের সময়ে মঙ্গলবার এটি প্রতি ১০ গ্রামে ৭২,৮৫০ টাকার স্তরে পৌঁছেছিল এবং সোনার ওপর কাস্টম ডিউটি হ্রাসের ঘোষণার সাথে সাথে এটি দ্রুত পতন শুরু করে। একটা সময়ের সোনার দাম (Gold Price) প্রতি ১০ গ্রামে ৬৮,৫০০ টাকার স্তরে পৌঁছে যায়। এই পরিসংখ্যান অনুযায়ী, মাত্র কয়েক ঘন্টার মধ্যে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪,৩৫০ টাকা কমেছে। এর আগে সোমবার সোনার দাম ৭২,৭১৮ টাকায় বন্ধ হয়েছিল।
আরও পড়ুন: এক ঢিলে দুই পাখি মারবে ভারত! মলদ্বীপ এবং চিনকে যোগ্য জবাব দিতে নেওয়া হচ্ছে বিরাট পদক্ষেপ
রুপোর দামেও বড় পতন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, অর্থমন্ত্রীর ঘোষণার পর একদিকে যেমন সোনার দাম (Gold Price) কমেছে, অন্যদিকে রুপোর দামেও পতন ঘটেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অর্থাৎ MCX-এ রুপোর দাম ৮৯,০১৫ টাকায় পৌঁছেছিল এবং হঠাৎ করে ওই দামে দ্রুত পতন ঘটতে শুরু করে। সোনার মতো এই মূল্যবান ধাতুটির দামও প্রতি কেজিতে ৪,৭৪০ টাকা কমে গিয়ে ৮৪,২৭৫ টাকার স্তরে পৌঁছে যায়।
আরও পড়ুন: শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ! ৫৭ জন বাংলাদেশিকে জেলে পাঠাল UAE, হইচই বিশ্বজুড়ে
বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী: প্রসঙ্গত উল্লেখ্য যে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর বাজেটের বক্তৃতায় জানান সোনা (Gold Price) ও রুপোর ওপর কাস্টম ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে। যেখানে বেসিক কাস্টম ডিউটি ৫ শতাংশ, এগ্রি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস ১ শতাংশ রয়েছে। এছাড়া প্ল্যাটিনামের ওপর শুল্ক এখন ৬.৪ শতাংশে নেমে এসেছে। পাশাপাশি, অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমদানি করা গয়নার ওপরেও শুল্ক কমানো হয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে সোনা ও রুপোর ওপর শুল্ক কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে। যার কারণে অভ্যন্তরীণ দামও কমতে পারে এবং সোনার চাহিদা বাড়তে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগে সোনা ও রুপোর ক্ষেত্রে শুল্কের হার ছিল ১৫ শতাংশ। যার মধ্যে ১০ শতাংশ কাস্টম ডিউটি এবং ৫ শতাংশের এগ্রি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস অন্তর্ভুক্ত ছিল। তবে, অর্থমন্ত্রীর ঘোষণার পর এখন কাস্টম ডিউটি হবে ৫ শতাংশের এবং সেস হবে ১ শতাংশ।