দাম বাড়ছে না, উল্টে আগের দামেই দ্বিগুন ডেটা দেবে Vodafone Idea

বাংলাহান্ট ডেস্কঃএখন vodafone Idea-র গ্রাহকরা ২৪৯ টাকা, ৩৯৯ টাকা, ৫৯৯ টাকায় ১.৫ জিবি করে ডেটা প্রতিদিন ব্যবহার করছেন। কিন্তু এবার সংস্থা এই ডেটার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে।  জানা গিয়েছে, ২৪৯ টাকা, ৩৯৯ টাকা, ৫৯৯ টাকায় গ্রাহকেরা প্রতিদিন ৩ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন।

এবার থেকে vodafone Idea-র গ্রাহকদের খরচ বাড়ছে। সূত্র থেকে জানা যাচ্ছে, আগামী ১ এপ্রিল থেকে বাড়ছে vodafone Idea-র প্রিপেড প্লানগুলির দাম। কেন্দ্রকে বিপুল পরিমান করের টাকা শোধ করতে vodafone Idea-কে। সেই বিরাট ঋণের বোঝা এবার vodafone Idea-র গ্রাহকদের ঘাড়েই চাপাতে চাইছে সংস্থাটি।

vodafone and idea 1200 1

গ্রাহককে প্রতি জিবি ডেটা ব্যবহার করতে অন্তত ৩৫ টাকা খরচ করতে হবে। বর্তমানে vodafone Idea-র গ্রাহকেরা প্রতি জিবি ডেটার জন্য ৪-৫ টাকা খরচ করেন। আনলিমিটেড ভয়েস কলের দিনও ফুরোচ্ছে vodafone Idea-র গ্রাহকদের জন্য। ভয়েস কলের জন্য ১ এপ্রিল থেকে ৬ পয়সা প্রতি মিনিট করে খরচ গুণতে হবে গ্রাহকদের।

বাজারে আসার পর টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বেশীর ভাগটাই নিজের দখলে নিয়ে নিয়েছে জিও। নিত্যনতুন প্লান এনে জিও সবসময়ই গ্রাহকদের খুব পছন্দের টেলিকম পরিষেবা হয়ে উঠেছে। অপরদিকে ভারতী এয়ারটেল সহ অন্যান্য টেলিকম সংস্থা যথেষ্ট প্রতিযোগিতার সামনে ফেলেছে জিও কে। অনেক ক্ষেত্রে জিও এর আগেই তারা অভিনব সুবিধা নিয়ে আসছে।

সারা দেশ যখন বসন্তের রঙের উৎসব হোলির প্রস্তুতিতে মাতোয়ারা তখন জিও নিয়ে এল অভিনব এক রিচার্জ প্লান। ৪৯ টাকা ও ৬৯ টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও। ৪৯ টাকাঃ এই প্ল্যানটিতে গ্রাহকরা পাবেন- মোট ২ জিবি ডেটা + আনলিমিটেড জিও কল + ২৫০ মিনিট ননজিও কল+ ২৫ এসএমএস।এই প্ল্যানটির বৈধতা ১৪ দিন। ৬৯ টাকাঃ প্রতিদিন ৫০০ এমবি ডেটা + আনলিমিটেড জিও কল + ২৫০ মিনিট ননজিও কল + মোট ২৫ এসএমএস। এই প্ল্যানটির বৈধতা ১৪ দিন। তবে এই প্লান দুটি কেবলমাত্র  জিওফোন ব্যবহারকারীদের জন্যেই চালু করা হয়েছে।


সম্পর্কিত খবর