বাংলা হান্ট ডেস্ক: টেকপ্রেমীদের পছন্দের মোবাইলের তালিকায় iPhone থাকে একদম প্রথমসারিতে। শুধু তাই নয়, যত দিন এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে iPhone ব্যবহারকারীর সংখ্যাও। মূলত, iPhone-এর দুর্দান্ত সব প্রিমিয়াম ফিচার্সই ফোনগুলিকে অনন্য করে তোলে। তবে, এবার iPhone-কে ঘিরেই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। এমনকি, সেগুলি ব্যবহারের ক্ষেত্রেও সবাইকে সতর্ক করল নিরাপত্তা সংস্থা।
মূলত, iPhone অন্যান্য ফোনের তুলনায় প্রাইভেসি এবং বিভিন্ন সিকিউরিটি ফিচারের দিক থেকে অনেকটাই এগিয়ে থাকে। পাশাপাশি, গ্রাহকদের সুবিধার্থে সংস্থার তরফে এইদিকে বিশেষ মনোযোগও দেওয়া হয়। যদিও, এবার CERT-In অর্থাৎ ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম iPhone ব্যবহারকারীদের সতর্ক করেছে।
ইতিমধ্যেই CERT-In জানিয়েছে যে, iPhone ও iPad-এর কিছু পুরোনো মডেলে বড়সড় ত্রুটি পাওয়া গেছে। যার ফলে ব্যবহারকারীরা সমস্যায় পড়তে পারেন। যদিও, এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই সতর্কতা অবশ্য সব Apple ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মূলত, iOS ১২.৫.৭ অপারেটিং সিস্টেমে চালিত ডিভাইসগুলির ক্ষেত্রেই এবার সচেতন হতে হবে ব্যবহারকারীদের।
এমতাবস্থায়, আপনি যদি iPhone 5s, iPhone 6, iPhone 6 Plus, iPad Mini 2, iPad Mini 3 এবং iPod Touch (6th Generation)-এর মত কোনো ডিভাইস ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে।
জানা গিয়েছে, হ্যাকাররা আর্বিট্রেজ কোডের মাধ্যমে সরাসরি ডিভাইসে আক্রমণ করতে পারে। যার ফলে বিপদের সম্ভাবনা রয়েছে। যে কারণে আপনাকে আপনার Apple ডিভাইসটিকে লেটেস্ট সিস্টেমে আপডেট করে রাখতে হবে। শুধু তাই নয়, যদি আপনি আপনার ডিভাইসটিতে নতুন অপারেটিং সিস্টেম আপডেট করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে ফোনটি পরিবর্তনও করতে হবে।