বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের (India) মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের অধীনে থাকা টেলিকমিউনিকেশন বিভাগ (Department of Telecommunications, DoT) মোবাইল ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি করেছে। যেখানে বলা হয়েছে, টেলিকম বিভাগের নাম করে “ফ্রড কল” করা হচ্ছে।
পাশাপাশি, ওই ভুয়ো কলে ব্যবহারকারীদের কাছে এটাও দাবি করা হচ্ছে যে তদন্তের মাধ্যমে সরকার জানতে পেরেছে সংশ্লিষ্ট নম্বর দিয়ে ভুল কাজ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে, DoT-র নাম করে ব্যবহারকারীদের মোবাইল নম্বর সংযোগ বিচ্ছিন্ন অর্থাৎ “ডিসকানেক্ট” করার নির্দেশ দেওয়া হচ্ছে।
এই মোবাইল নম্বরগুলি থেকে সতর্ক থাকুন: DoT-র মতে, এই কাজের জন্য বিদেশি মোবাইল নম্বর (যেমন +92-xxxxxxxx) ব্যবহার করা হচ্ছে। এছাড়াও, এই নম্বরগুলি থেকে হোয়াটসঅ্যাপ কল করা হচ্ছে। সরকারি পরামর্শ অনুযায়ী, প্রতারকরা সাধারণ মানুষকে তাঁদের নম্বর ব্লক করার হুমকি দিয়ে ব্যক্তিগত তথ্য চুরি করে ব্যাঙ্কিং জালিয়াতি করছে। টেলিকমিউনিকেশন বিভাগ স্পষ্ট করেছে যে DoT-র তরফে এমন কোনো কল করা হয়নি। পাশাপাশি, জনগণকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: “যেমন কর্ম তেমন ফল”, মন্দিরে চুরি করতে এসে দানবাক্সে হাত আটকে গেল চোরের, তারপরেই…..
এই ধরণের বার্তা এবং কল থেকে সতর্ক থাকুন: এমতাবস্থায়, আপনি যদি এই ধরণের কোনো কল বা বার্তা তথা মেসেজ পান, সেক্ষেত্রে আপনাকে সঞ্চার সাথী পোর্টালের (www.sancharsaathi.gov.in) “আই-রিপোর্ট সাসপেক্টেড ফ্রড কমিউনিকেশনস” ফিচারে রিপোর্ট করতে হবে।
আরও পড়ুন: এক নম্বরে মুকেশ আম্বানি! ধনকুবেরদের তালিকায় গদিচ্যুত ইলন মাস্ক, র্যাঙ্কিংয়ে বড় ওলট-পালট
এদিকে, Sanchar Saathi-র “নো ইওর মোবাইল কানেকশনস” পরিষেবার সাহায্যে, রেজিস্টার্ড মোবাইল সংযোগগুলি চেক করা যেতে পারে এবং এই জাতীয় নম্বরগুলি ব্লক করা যেতে পারে। ব্যাঙ্কিং জালিয়াতির ক্ষেত্রে, আপনি সাইবার-ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯২০-তে কল এবং মেসেজ করে অভিযোগ দায়ের করতে পারেন। অথবা আপনি www.cybercrime.gov.in থেকে রিপোর্ট করতে পারেন। এছাড়াও, আপনি চাইলে ফোন থেকে সরাসরি এই ধরণের কল এবং মেসেজ ব্লক করতে পারেন।