বাংলা হান্ট ডেস্ক: কৃষকদের (Farmers) কথা মাথায় রেখে তাঁদের আয় বৃদ্ধির পাশাপাশি আর্থিকভাবে সাহায্য করার জন্য, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলি একাধিক প্রকল্প চালাচ্ছে। কিছু দিন আগেই উত্তরপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড় সরকার কৃষকদের সুবিধার্থে একাধিক ঘোষণা করেছিল। তবে, এবার রাজ্যের কৃষকদের জন্য বড়সড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে হিমাচল প্রদেশ সরকার।
এই খাতে ৬ শতাংশ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত: জানা গিয়েছে, ইতিমধ্যেই হিমাচল সরকার প্যাকেজিং সামগ্রী ক্রয়ের উপর বাগান পরিচর্যাকারী এবং ফল চাষিদেরকে ৬ শতাংশ হারে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যবস্থা গত ১৫ জুলাই থেকেই কার্যকর হবে। এই প্রসঙ্গে হিমাচল প্রদেশের জনসংযোগ দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ওই ভর্তুকি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০ কোটি টাকা অনুদান দেওয়া হবে: খবর অনুযায়ী, এইচপি হর্টিকালচার প্রোডিউস মার্কেটিং অ্যান্ড প্রসেসিং কর্পোরেশন (HPMC)-এর মাধ্যমে বিক্রি করা কার্টন এবং ট্রেতে এই ভর্তুকি দেওয়া হবে। পাশাপাশি, এর জন্য HPMC-কে ১০ কোটি টাকা অনুদান দেওয়া হবে বলেও জানা গিয়েছে। এছাড়াও, মন্ত্রিসভার বৈঠকে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, কর্মচারী ও একাডেমিক কর্মীদের জন্য ইউজিসি অনুযায়ী বেতন স্কেল সংশোধনের প্রকল্প বাস্তবায়নেরও অনুমোদন দেওয়া হয়।
৩১ জুলাইয়ের মধ্যে KYC করিয়ে নিন: প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে, আপনি যদি ৩১ জুলাইয়ের মধ্যে আপনার KYC না করেন, সেক্ষেত্রে আপনি দ্বাদশ কিস্তির টাকা পাবেন না। পাশাপাশি, জানিয়ে রাখি যে পিএম কিষাণ প্রকল্পে যোগ্য উপভোক্তাদের সুবিধা দেওয়ার জন্য KYC করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ৩১ মার্চ পর্যন্ত ছিল এর শেষ তারিখ। যা পরে ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়। যদিও, তা ফের বৃদ্ধি করে এখন ৩১ জুলাই করা হয়েছে।
চার রাজ্যে ৩৩ টি জায়গায় তৈরি হবে “সাইলো”: এদিকে, খাদ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) অধীনে গম ও সবজি সংরক্ষণের জন্য সাইলো (মজুত রাখার ভান্ডার) তৈরির ক্ষেত্রে পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং গুজরাটের ৩৩ টি জায়গায় সরকারি জমি চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি এখন মন্ত্রকের লক্ষ্য হল সারা দেশের মোট ২৪৯ টি স্থানে ১১১.১২ লক্ষ টন সাইলো তৈরি করা।