বছরের প্রথম দিনেই ফ্রি রেশন স্কিমে বড় পরিবর্তন করেছে সরকার! উপকৃত হবেন ৮১.৩৫ কোটি মানুষ

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছর শুরু হতে না হতেই দেশের কোটি কোটি সাধারণ মানুষের জন্য এল দারুণ সুখবর। মূলত, আপনিও যদি ফ্রি রেশন স্কিমের (Free Ration Scheme) সুবিধা পান তো সেক্ষেত্রে সরকার আজ থেকে এই প্রকল্পে একটি বড় পরিবর্তন করেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রবিবার অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকেই এক বছরের জন্য মোট ৮১.৩৫ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সরকার রবিবার থেকেই এই প্রকল্প চালু করেছে। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার (PM Gareeb Kalyan Anna Yojana) অধীনে এই সময়ে ৫ কেজি খাদ্যশস্য বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।

২০২৩ সালে সারা বছরেই বিনামূল্যে রেশন পাওয়া যাবে: কেন্দ্রীয় সরকার ১ জানুয়ারি, ২০২৩ থেকে জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA)-এর অধীনে এই নিয়মে পরিবর্তন করেছে। এই প্রসঙ্গে সরকার জানিয়েছে যে, ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ৮১.৩৫ কোটি মানুষকে বিনামূল্যে রেশনের সুবিধা দেওয়া হবে। এই প্রসঙ্গে তথ্য প্রদান করে খাদ্য মন্ত্রক জানিয়েছে, ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত, সমস্ত সুবিধাভোগীদের কাছ থেকে কোনো রেশন ফি নেওয়া হবে না।

খরচ হবে ২ লক্ষ কোটি টাকা: খাদ্য মন্ত্রকের মতে,, ২০২৩ সালে কেন্দ্রীয় সরকার খাদ্য ভর্তুকিতে ২ লক্ষ কোটির বেশি টাকা ব্যয় করবে। যাতে প্রত্যেকে সহজেই বিনামূল্যে রেশনের সুবিধা পেতে পারে।

নির্দেশিকা জারি করেছে মন্ত্রক: ইতিমধ্যেই খাদ্য মন্ত্রকের জারি করা নির্দেশিকাতে বলা হয়েছে, নতুন খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় সরকার কোটি কোটি মানুষকে বিনামূল্যে রেশনের সুবিধা দেবে। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার আওতায় কার্ডধারীদের এই সুবিধা দেওয়া হচ্ছে। উল্লেখ্য যে, করোনার সময় সরকার এই সুবিধা চালু করেছিল। তবে, এবারও সারা বছর রেশনের জন্য এক টাকাও খরচ করতে হবে না।

ration

আধিকারিকদের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই FCI আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে সবাইকে তাঁদের এলাকার দোকানগুলি পরীক্ষা করে রিপোর্ট করতে হবে প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না। এর পাশাপাশি, রেশন বিতরণকারী ডিলারের মার্জিন উপলব্ধ করার বিষয়ে রাজ্যগুলির কাছ থেকেও পরামর্শ চাওয়া হয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর