বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারত-চিনের মধ্যে সম্পর্ক অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। বিগত কয়েকবছরে ঘটে চলা ক্রমাগত কয়েকটি ঘটনা তা আরও স্পষ্ট করে দিয়েছে। এমনকি, চিনা পণ্য বয়কটের ডাকও ওঠে ভারতে। আর যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে চিনের অর্থনৈতিক ব্যবস্থাতেও।
যদিও, এই আবহেই এবার মোট কতজন চিনা নাগরিক ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন আর কতজনেরই বা আবেদন আলোচনার পর্যায়ে রয়েছে তার পরিসংখ্যান জানিয়ে দিল সরকার। সংসদে এই প্রসঙ্গে নির্দিষ্ট পরিসংখ্যান তুলে ধরা হয়।
জানা গিয়েছে যে, ২০০৭ সাল থেকে মোট ১৬ জন চিনা নাগরিককে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছে। সংসদে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি জানান, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মোট ১০ জন চিনা নাগরিকের আবেদন “পেন্ডিং” রয়েছে। তাঁরা প্রত্যেকেই ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন বলেও জানানো হয়েছে।
এছাড়াও, তিনি আরও জানিয়েছেন যে, সরকার শুধু দেশ অনুযায়ী তথ্য রাখে। যেখানে জানানো হয়, কোন দেশের মানুষকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছিল। তবে, সরকার সম্প্রদায়ের ভিত্তিতে কোনো তথ্য রাখে না। অর্থাৎ কতজন হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের মানুষকে নাগরিকত্ব দেওয়া হয়েছে এই তথ্য সরকারের কাছে নেই।