রাজ্যের বাসিন্দা হলেই বিনামূল্যে জমি দেবে সরকার! এভাবে করতে হবে আবেদন

বাংলা হান্ট ডেস্ক: সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন জনহিতকর প্রকল্প পরিচালনা করা হয় সরকারের তরফে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হন মানুষ। এমতাবস্থায়, পশ্চিমবঙ্গেও (West Bengal) রাজ্য সরকারের তরফে একাধিক প্রকল্প ইতিমধ্যেই চালু করা হয়েছে। যেগুলিতে আবেদনের মাধ্যমে সেগুলির সুবিধা পাচ্ছেন রাজ্যের সর্বস্তরের মানুষ। এমতাবস্থায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে রাজ্যে চালু হয়েছে এমন একটি প্রকল্প যেটির মাধ্যমে রাজ্যবাসীদের সরাসরি ৫ শতক করে জমি দেওয়ার উদ্যোগ শুরু করা হয়েছে সরকারের তরফে।

এমন পরিস্থিতিতে, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং এই প্রকল্পের সুবিধা নিতে চান সেক্ষেত্রে বর্তমান প্ৰতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ। মূলত, আমরা যে প্রকল্পটির বিষয় উপস্থাপিত করব সেটির নাম হল নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীদের সরকারের তরফে ৫ শতক করে জমি দেওয়া হয়। বিশেষ করে এই প্রকল্পের মাধ্যমে নিম্নবিত্ত মানুষের অত্যন্ত উপকৃত হবেন। তবে, এই প্রকল্পের ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।

এই প্রকল্পে আবেদন করার শর্ত:
১. প্রথমেই জানিয়ে রাখি, এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. যেসমস্ত মানুষ দরিদ্র ও নিম্নবিত্ত সম্প্রদায়ের, পাশাপাশি যাদের ঘরবাড়ির সমস্যা রয়েছে তাঁদেরকে লক্ষ্য করেই এই প্রকল্প শুরু করা হয়।
৩. এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
৪. এছাড়া, আবেদনকারীকে অবশ্যই মৎস্য চাষ, কৃষিকাজ, পশুপালন বা এই ধরণের যেকোনো কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকতে হবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০১১ সালের ১৮ অক্টোবর প্রকল্পটি শুরু করা হয়। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। বরং, যাঁদের ঘর-বাড়ি নেই তাঁরা সকলেই এখানে আবেদন জানাতে পারবেন। ২০১৭ সালের এপ্রিল মাস পর্যন্ত ২ লক্ষ ১৯ হাজার ৫০০ জন এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

mamata

কিভাবে করবেন আবেদন:
১. নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হয় সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে।
২. সেক্ষেত্রে প্রথমে আবেদনকারীকে B.L & L.R অফিসে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলে সমস্যার কথা জানাতে হবে।
৩. এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানার পরে আবেদনকারীকে যাবতীয় তথ্য (যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি) জমা দিয়ে এই প্রকল্পে আবেদন করা যাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর