আরও একটি এয়ারস্ট্রাইক, হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত! এই কারণে ভয়ে কাঁটা গোটা পাকিস্তান

বাংলা হান্ট ডেস্ক : পুঞ্চে (Punch Sector) ভারতীয় সেনার (Indian Army) উপর ফের হামলা চালিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা (Pakistani Terrorists)। সেই ঘটনার পর থেকেই ভারত আরও একবার সার্জিক্যাল স্ট্রাইক (Surgical Strike) বা এয়ার স্ট্রাইক (Air Strike) চালাতে পারে বলে আতঙ্কে ভুগছে পাকিস্তান (Pakistan)। এমনই জানালেন পাকিস্তানের প্রাক্তন কূটনীতিবিদ আবদুল বাসিত (Abdul Basit)।

কী বলছেন আবদুল বাসিত? আবারও পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক চালাবে ভারত। পুঞ্চে ভারতীয় সেনার গাড়িতে জঙ্গি হামলার ঘটনার পর থেকেই এই আশংকায় ভুগছে পাকিস্তান। এমনই দাবি প্রাক্তন কূটনীতিবিদ আবদুল বসিতের। তিনি বলেন, যখন থেকে পুঞ্চে ভারতীয় সেনার গাড়ির উপর জঙ্গি হামলা চলেছে, তখন থেকেই সেই সার্জিক্যাল স্ট্রাইকের ভয় চেপে বসেছে পাকিস্তানের ভিতরে। সেই বিষয় নিয়েই জোর আলোচনা চলছে। যে কাজটা উরি জঙ্গি হামলা এবং পুলওয়ামা জঙ্গি হামলার পর করেছিল ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা। তবে বসিত আরও দাবি করেন, এই মুহুর্তে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালাবে না।

indian army 6

এই মুহুর্তে হামলা করবে না ভারত : ভাইরাল হওয়া একটি ভিডিওতে পাকিস্তানের প্রাক্তন কূটনীতিবিদ বলেন, ‘ভারত আরও একটি সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক চালাবে বলে চর্চা চলছে পাকিস্তানে। তবে আমার মনে হয় ভারত এখন সেই পথে হাঁটবে। কারণ এখন দিল্লি সাংহাই কো-অপারেশন বৈঠক আয়োজন করছে এবং জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব করছে। যতদিন ভারত জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব করবে, ততদিন কোনওরকম দুঃসাহসিক কাজ করবে না। কিন্তু পরের বছর নির্বাচনের সময় ভারত আবারও সেই সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক চালাতে পারে পাকিস্তানের উপর। ভারতে নির্বাচনের আগে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক হতে পারে।’

কী ভাবে হয়েছিল পুঞ্চে হামলা? গত ২০ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভারতীয় সেনার গাড়ির উপর হামলা চালায় জঙ্গিরা। সেই জঙ্গি হামলায় ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচ জওয়ানের মৃত্যু হয়। যে জায়গায় হামলা চালানো হয়েছিল, সাত কিলোমিটার দূরে অবস্থিত একদি এলাকায় ঘন জঙ্গল রয়েছে। সেনা সূত্রে খবর ওই এলাকায় পাকিস্তানি জঙ্গিদের গতিবিধি ধরা পড়েছে। যে জিহাদিরা জঙ্গলে লুকিয়ে ভারতীয় সেনার কনভয়ে হামলা চালানোর ছক কষেছিল। তারপর রকেট-প্রপেলড গ্রেনেড এবং অ্যাসল্ট রাইফেল নিয়ে হামলা চালিয়েছে লস্কর-ই-তৈবার সাত জঙ্গি।

হামলা নিয়ে সাফাই দিলেন বাসিত : আবদুল বাসিত অবশ্য জঙ্গি হামলার ঘটনাকে ‘বৈধ সংগ্রাম’ হিসেবে চালানোর চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘যে জঙ্গিগোষ্ঠীই এই কাজটা করুক না কেন, সেটা মুজাহিদিন হোক বা যে হোক, তারা সেনার উপর হামলা চালিয়েছে। সাধারণ নাগরিকদের উপর হামলা চালায়নি। ওরা সত্যিকারের সংগ্রামে জড়িত আছে। যদি কেউ একটি সংগ্রাম চালিয়ে যায় এবং সাধারণ নাগরিকদের জায়গায় সেনার উপর হামলা চালায়, তা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে না।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর