মে মাসে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কলকাতাতেও বিশাল ছুটি! বিপদে পড়ার আগে দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : আর কিছুদিন পর পড়তে চলেছে মে মাস। মে মাসে বেশ কিছুদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ব্যাঙ্ক সাধারণত গোটা দেশে আঞ্চলিক উৎসব অনুযায়ী বন্ধ থাকে। মে মাসে কলকাতাতে কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ। আগে থেকে যদি এই ছুটির দিনগুলি জানা থাকে তাহলে আপনারা আগেভাগে ব্যাংকের কাজ সেরে রাখতে পারবেন।

সেক্ষেত্রে চলুন জেনে নেওয়া যাক মে মাসে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)। ২০২৩ সালের মে মাসের ব্যাঙ্ক হলিডের লিস্ট আপলোড করা হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ওয়েবসাইটে। সেই তালিকা অনুযায়ী মে মাসে ১১ দিন বন্ধ থাকবে ব্যাংক। এই ১১ দিনের মধ্যে রয়েছে শনি ও রবিবারের মতো সাপ্তাহিক দিনের ছুটি গুলিও।

এই ১১ দিন ছুটি কিন্তু সমগ্র দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। রাজ্যের ছুটি গুলিকেই হলিডে হিসেবে দেখানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লিস্টে। ব্যাংকিং ছুটি বিভিন্ন শহর ও রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। দেখে নেওয়া যাক আগামী মাসে ব্যাঙ্ক হলিডের লিস্ট-

bank holiday

1 মে : মে দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে বেলাপুর, ব্যাঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কোচি, কলকাতা, মুম্বাই, নাগপুর, পানাজি, পাটনা এবং ত্রিবান্দ্রমে।

5 মে : বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ব্যাংক ছুটি আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, জম্মু, কানপুর, কলকাতা, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা এবং শ্রীনগরে।

7 মে : রবিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ

9 মে : রবীন্দ্রনাথ জয়ন্তী উপলক্ষে ব্যাংক বন্ধ কলকাতায়

13 মে : দ্বিতীয় শনিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ

14 মে : রবিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ

16 মে : সিকিম প্রতিষ্ঠা দিবসে গ্যাংটকে ব্যাংক বন্ধ

21 মে : রবিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ

22 মে : মহারানা প্রতাপ জয়ন্তীর জন্য সিমলায় ব্যাংক বন্ধ

27 মে : চতুর্থ শনিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ

28 মে : রবিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর