বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে সরকারি ভারত ব্র্যান্ডের (Bharat Brand) প্রভাব পুরো বাজারজুড়ে রয়েছে। এমতাবস্থায়, এবার দেশে ভারত ব্র্যান্ডের রিটেল আউটলেট খোলার পরিকল্পনা করা হচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আপনি এই আউটলেটের মাধ্যমে সস্তায় ডাল কিনতে পারেন। উল্লেখ্য যে, এই আউটলেটগুলিতে ডাল, আটা, চাল এবং চিনি সহ বাড়ির রেশন সম্পর্কিত একাধিক জিনিসপত্র মিলবে। এদিকে, সম্প্রতি লঞ্চ হওয়া ভারত ব্র্যান্ডের সাফল্যের সাথে তাল মেলাতে পারেনি দেশের একাধিক বড় সংস্থাও। ইতিমধ্যেই ভারত ব্র্যান্ড বাজারে টাটা, রিলায়েন্সের মতো কোম্পানিকে পরাজিত করেছে এবং বাজারের ২৫ শতাংশ শেয়ার দখল করেছে।
ভারত ব্র্যান্ডের সাফল্যে উচ্ছ্বসিত সরকার: এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই ভারত ব্র্যান্ডের সাফল্যে সরকার খুবই উচ্ছ্বসিত এবং এখন সারা দেশে এই ব্র্যান্ডের পণ্য বিক্রির প্রস্তুতি চলছে। এজন্য সোশ্যাল মিডিয়ায় প্রচারও করা হচ্ছে। এছাড়াও, ভারত ব্র্যান্ডের আওতায় আরও বেশি খাদ্য সামগ্রী আনার প্রস্তুতি চলছে।
পরিকল্পনা চলছে ফ্র্যাঞ্চাইজি বন্টনের: সারা দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ভারত ব্র্যান্ড চালু করা হয়েছে। সরকার এই ব্র্যান্ডের অধীনে আটা, ডাল ও পেঁয়াজ বিক্রি করত। বর্তমানে জনগণের কাছ থেকে ভালো সাড়া পাওয়ার পর সরকার ফ্র্যাঞ্চাইজি বন্টনের পরিকল্পনা করছে।
রাজীব চকে স্টোর খোলা হয়েছে: ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ব্র্যান্ডের এই ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে সরকার সস্তায় ডাল সরবরাহ করবে। বর্তমানে, দেশের রাজধানী দিল্লিতে প্রথমে ৫০ টি স্টোর খোলার পরিকল্পনা করা হচ্ছে। সরকার এই স্টোরগুলি পরিচালনা করার জন্য লোক খুঁজছে। উল্লেখ্য যে, গত মাসে সরকার রাজীব চক মেট্রো স্টেশনে ভারত ব্র্যান্ডের ২ টি স্টোর খুলেছে।
আরও পড়ুন: লঞ্চ হওয়ার সাথে সাথেই সস্তা হল প্রিমিয়াম ফোন! Samsung Galaxy S24-এ মিলছে বাম্পার ডিসকাউন্ট
NCCF-এর মাধ্যমে স্টোর খোলা হয়েছে: দিল্লিতে খোলা স্টোরগুলি ইতিমধ্যেই ভালো সাড়া পেয়েছে। ভারত ব্র্যান্ডের এই স্টোরগুলি ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন অফ ইন্ডিয়ার (NCCF) অধীনে খোলা হয়েছে। মূলত, NCCF সরকারের পক্ষ থেকে ডাল, মশলা, পেঁয়াজ সহ একাধিক খাদ্যপণ্য বিক্রি করবে। এইসব পণ্য কম দামে বিক্রি করা হবে।
আরও পড়ুন: ২০ বছর পর কত হবে ১ কোটি টাকার ভ্যালু? জানলে বিনিয়োগ করতে ভয় পাবেন
বিভিন্ন শহরে স্টোর খোলা হবে: এদিকে, অনুমান করা হচ্ছে যদি এই স্টোরগুলি ভালো সাফল্য পায় সেক্ষেত্রে মুম্বই, চেন্নাই এবং বেঙ্গালুরুতেও এই ধরণের স্টোর খোলা হবে। পরে ধীরে ধীরে সমস্ত মেট্রো শহরে এটি চালু করার পরিকল্পনাও রয়েছে।