বাংলা হান্ট ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনায় টাটা গ্রূপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির (Cyrus Mistry) মৃত্যুর পর গাড়িতে থাকা যাত্রীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এমতাবস্থায়, যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সরকার। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এই প্রসঙ্গে একটি খসড়া তৈরি করেছে বলে জানা গিয়েছে। যেখানে সিট বেল্ট অ্যালার্ম (Seat Belt Alarm) বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।
এর ফলে সিট বেল্ট না পরলে অডিও এবং ভিডিও ওয়ার্নিং মিলতে থাকবে। এদিকে, এই পদক্ষেপের ফলে যাত্রীরা সচেতন হবেন বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই ড্রাফট তৈরি করেছে পরিবহণ মন্ত্রক। আগামী ৫ অক্টোবরের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও চেয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক।
কি বলা হয়েছে ওই খসড়ায়:
১. মূলত, ওই খসড়ায় জানানো হয়েছে যে, M এবং N ক্যাটাগরির যানবাহনে এবার থেকে সিট বেল্ট অ্যালার্ম বাধ্যতামূলক করা হবে।
২. পাশাপাশি, ওভার স্পিড অ্যালার্মও বাধ্যতামূলক করা হবে।
৩. সেন্ট্রাল লকের জন্য থাকছে ম্যানুয়াল ওভার রাইড।
৪. M1 ক্যাটাগরির যানবাহনে চাইল্ড লক দেওয়া যাবে না।
৫. সামনের দিকের সমস্ত আসনের (Front Facing Seat) জন্য বেল্ট বাধ্যতামূলক করা হবে।
৬. মোট তিনটি স্তরে অ্যালার্ম বাজবে।
৭. গাড়ির ইঞ্জিন চালু হলে ভিডিও ওয়ার্নিং দেওয়া হবে।
৮. বেল্ট ছাড়া গাড়ি চালানোর জন্য অডিও এবং ভিডিও ওয়ার্নিং পাওয়া যাবে।
৯. গাড়িতে সফরকালে কেউ সিট বেল্ট খুলে দিলেও অ্যালার্ম বাজতেই থাকবে।
১০. রিভার্স অ্যালার্ম বাধ্যতামূলক হবে। অর্থাৎ গাড়ি পিছিয়ে নিয়ে যাওয়ার সময়েও অ্যালার্ম বেজে উঠবে।
M এবং N ক্যাটাগরি ঠিক কি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, M এবং N ক্যাটাগরির মধ্যে সেই সমস্ত যানবাহন অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলির কমপক্ষে ৪ টি চাকা রয়েছে এবং যাত্রী ও পণ্য পরিবহণ উভয় উদ্দেশ্যেই ব্যবহৃত হয়। যার ফলে এতে বেসিক থেকে শুরু করে হাই এন্ড যানবাহন, সবকিছুই অন্তর্ভুক্ত থাকবে। এই সমস্ত ক্যাটাগরির যানবাহনে Front Facing Seat থাকে।
সিটবেল্ট না পরলে এড়ানো যাবে না অ্যালার্ম: এদিকে, ওই খসড়ায় সিট বেল্টের অ্যালার্ম এড়াতে বিভিন্ন যন্ত্রের (অ্যালার্ম বন্ধ করতে ব্যবহার করা হয় এমন ডিভাইস) ব্যবহার বন্ধ করারও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, সিট বেল্টটি যাতে কমপক্ষে ১০ মিমি প্রসারিত করে বাঁধা যায় সেদিকেও নজর দিতে হবে। এর ফলে কোনো যন্ত্রের সাহায্যে আর ওয়ার্নিংয়ের অ্যালার্ম এড়ানো যাবে না।