বাংলা হান্ট ডেস্ক: হচ্ছেনা বদলি! সোমবার ৫ বিষপানকারী শিক্ষিকা এবং শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতা মইদুল ইসলামের বদলির নির্দেশ বাতিল করল স্কুল শিক্ষাদপ্তর। বদলি রদের যে আবেদন শিক্ষক-শিক্ষিকারা করেছিলেন সেটাই মঞ্জুর করা হল।
পাশাপাশি, এতদিন আন্দোলনকারী ৭ জনের বেতন বন্ধ রেখেছিল সরকার। পুনরায় তা আবারও চালু হচ্ছে বলে জানা গিয়েছে। সোমবার বিজ্ঞপ্তি জারি করে ১৮ আগস্টের নির্দেশিকা বাতিল করে দেওয়া হয়। ফলে নিজেদের পুরনো জায়গাতেই থাকছেন তাঁরা।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৮ আগস্ট শিশুশিক্ষা কেন্দ্রের ২৬ জনকে বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে বদলি করা হয়। দক্ষিণবঙ্গ থেকে সরাসরি উত্তরবঙ্গে বদলির অর্ডার আসে তাঁদের। এমতাবস্থায়, এর প্রতিবাদে নামে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। পাশাপাশি, বদলি করা হয় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতা মইদুল ইসলামকেও।
এদিকে, বারবার আবেদন জানিয়েও লাভ না হওয়ায় বিকাশ ভবনের সামনে অনশন শুরু করেন তাঁরা। এরপর গত ২৪ আগস্ট আন্দোলনরত ৫ শিক্ষিকা বিকাশ ভবনের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনার পরেই তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে।
স্বাভাবিকভাবেই, এরূপ প্রতিবাদের ফলে উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। শুরু হয় রাজনৈতিক চাপানউতোরও। তবে, তার কয়েকমাস পরেই তৃণমূলে যোগ দেন ওই পাঁচ শিক্ষিকা। পাশাপাশি, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সকল সদস্য রাজ্যের শাসকদলে যোগ দেন। শিক্ষামন্ত্রীর হাত ধরেই সবুজ শিবিরে আসেন তাঁরা।
তারপরই নিজেদের দাবি নিয়ে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকে বসেন তাঁরা। বৈঠকের পর শিক্ষামন্ত্রী বদলি রদ এবং বেতন চালুর আশ্বাস দেন। সেই অনুযায়ী কথা রাখল সরকার! এই প্রসঙ্গে মঞ্চের সম্পাদক মইদুল ইসলাম জানিয়েছেন, “সরকার কথা রেখেছে। আমরা খুশি।”