রাবী শাখা নদীর জল আটকানোর কাজে গতি বৃদ্ধি করল ভারত সরকার, চাপে ইমরান সরকার

বাংলাহান্ট ডেস্কঃ আতঙ্ক সৃষ্টিকারী পাকিস্তান (Pakistan) তাঁর নিজের জায়গায় অটুট থাকতে চায়। তাঁর কোন ভাবেই সন্ত্রাস ছড়ানো থেকে বিরত থাকতে চায় না। পাকিস্তানকে তাই শিক্ষা দেওয়ার জন্য ভারতও (India) বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। বর্তমানে ভারত সরকার এক সিদ্ধান্তে উপনীত হন যে, রাবী নদীর শাখা নদীর জল পাকিস্তানে যাওয়ার পথ বন্ধ করে দেবে।

modi 22

জম্মু-কাশ্মীরের রাবী নদীর শাখা উজয় নদীর জল যাতে আর কোনভাবেই পাকিস্তানে না যেতে পারে সেই ব্যবস্থা করবে এবার ভারত সরকার। এর ফলে এই জলের সঠিক ব্যবহার ভারত করতে পারবে। জলশক্তি মন্ত্রালয়ের এক আধিকারিক বলেন, ‘এই কাজ কাটোয়া জেলা থেকে শুরু করা হবে। এর মাধ্যমে ৭৮১ এমসিএম জল মজুত রাখা যাবে। এর ফলে ‘সিন্ধু জল বণ্টন’ চুক্তির মাধ্যমে ভারতের ভাগের জল বেশি পরিমাণে ব্যবহার করা যাবে’।

এই সিদ্ধান্ত গ্রহণের জন্য এক বৈঠকেরও আয়োজন করা হয়েছিল। এই পরিকল্পনা দ্রুততার সাথে কাজে রূপান্তরিত করার জন্য নির্দেশ দেওয়া হয়। এই বৈঠকে মোদী সরকারে মন্ত্রীবর্গও সামিল ছিল। এই কাজের জন্য ৫৮৫০ কোটি টাকা দিয়ে এই প্রোজেক্টের মাধ্যেম উজয় নদীর ৭৮১ এমসিএম জল মজুত রাখার ব্যবস্থা করা হবে। এই জল দিয়ে জুম্মু কাশ্মীরের কাটোয়া, ইয়ারানগর এবং সাম্বাজেলায় ৩১৩৮০ হেক্টর জমিতে চাষের কাজ করা যাবে। এই কাজের জন্য ৪৮৯২.৪৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

ভারত এবং পাকিস্তানের মধ্যে ১৯৬০ সালে হওয়া সিন্ধু নদীর চুক্তির মাধ্যমে ভারত সিন্ধু নদীর জল ব্যবহার করতে পারত। এবং তাঁর সাথে ভারতের কিছু নদীর জল আবার পাকিস্তানরা ব্যবহার করতে পারত। কিন্তু এখন থেকে পাকিস্তানে বয়ে যাওয়া সেইসব নদীগুলোর জল বন্ধ করে দিতে চায় ভারত সরকার।


Smita Hari

সম্পর্কিত খবর