ভুটানের সঙ্গে সম্পর্ক মজবুত করতে উদ্যোগী ভারত সরকার, করা হবে ভ্যাকসিনের ট্রায়াল

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহের মধ্যে ভ্যাকসিনের আশায় চাতক পাখির মত চেয়ে রয়েছে গোটা বিশ্ব। ভারত (india) ঘোর করোনা পরিস্থিতির মধ্যেও বিভিন্ন দেশকে তাদের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠিয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবার করোনা ভ্যাকসিনের ক্ষেত্রেও তার অন্যথা হতে দেখা গেল না।

করোনা টিকার ট্রায়াল হবে ভুটানেও
প্রতিবেশি বন্ধু দেশ বাংলাদেশকে (Bangladesh) করোনা টিকা দেওয়ার কথা বার্তা আগেই ফাইনাল হয়ে গিয়েছিল। এবার ভুটানের (Bhutan) সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করে তুলতে করোনা টিকার তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল ভুটানেও করা হবে বলে জানিয়ে দিল ভারত সরকার।

bhutan

বৃহস্পতিবার ভারতের প্রতিনিধি রুচিরা কামবোজ পোর্টেবল ডিজিটাল এক্স-রে মেশিন তুলে দিলেন ভুটানের বিদেশমন্ত্রী তান্ডি দর্জির হাতে। পাশাপাশি তুলে দেওয়া হল অ্যান্টি-ভাইরাল ওষুধ এবং কোভিট টেস্টের উপকরণও। তবে করোনা মহামারির মধ্যে এর আগেও ভুটানের পাশে দাঁড়িয়েছিল ভারত। কিছুদিন আগেই কার্গো বিমানে করে প্যারাসিটামল, সেট্রিজিন, হাইড্রক্সিক্লোরোকুইন, পিপিই, N95 মাস্ক ও চিকিৎসার অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছিল ভুটানে।

ধন্যবাদ জ্ঞাপন ভারতকে
লাদাখ সীমান্তে ভারত চীনের উত্তেজনার মধ্যে ভুটানের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে উদ্যোগী হয়েছে ভারত সরকার। করোনা টিকার ট্রায়ালের বিষয়ে ভুটানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, ‘ভারত সরকারের এই সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ। করোনা মহামারীর মধ্যেও ভারত বন্ধু দেশের মতই আমাদের পাশে থেকেছে’।

d41586 020 00798 8 17806098

চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি
বিদেশমন্ত্রক সূত্রের খবর, করোনা মহামারির সঙ্গে লড়াই করতে ভারত সর্বদা অন্যান্য দেশের মত ভুটানের পাশেও দাঁড়িয়েছে। বর্তমানে ভারতে তিনরকম করোনা ভ্যাকসিনের ট্রায়াল জারি রয়েছে। তবে এখনও কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। সেরাম ইনস্টিটিউট, ভারত বায়োটেক তাদের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। এই করোনা টিকার ট্রায়ালের বিষয়ে ইতিমধ্যেই ভুটানের সঙ্গে সমস্ত আলোচনা সম্পন্ন হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর