মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রাজ্যপাল দিলেন ১৫ লক্ষ টাকা অনুদান, বার্তা দিলে পাশে আছি

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) প্রতিরোধে প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ত্রাণ তহবিলের আয়োজন করে। সেখানে দেশের বিভিন্ন মানুষ তাঁদের সাধ্যমত সাহায্য করছে সরকারকে। এবার সেই খাতে সরকারকে সাহায্য করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। দান করলেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট ১৫ লক্ষ টাকা। এছাড়াও প্রধানমন্ত্রীর তৈরি করা বিশেষ ত্রাণ তহবিলে দান করলেন ২০ লক্ষ টাকা।

rrrrrrrrrrrrrr

বিভিন সময় বিভিন্ন কারণে মতানৈক্য হলেও, রাজনীতির উর্দ্ধে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছিলেন এর আগেই। সংকটের পরিস্থিতিতে সবরকম সাহায্যের আশ্বাসও দেন তিনি। তাই এবার করোনা পরিস্থিতি মোকাবিলা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমারজেন্সি রিলিফ ফান্ডে ১০ লক্ষ টাকা দান করলেন রাজ্যপাল। এবং এর সাথে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তাও দেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশ মতো জনতা কার্ফুর দিন নাগারা বাজিয়ে জরুরী পরিষেবা প্রদানকারী ব্যক্তিদের উদ্যেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন রাজ্যপাল। রাজ্যের পাশাপাশি তিনি কেন্দ্রের তহবিলেও আর্থিক অনুদান দেন। প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে দান করেন ৫ লক্ষ টাকা।

corona 8

প্রধানমন্ত্রীর কথা মত লকডাউন অবস্থায় তিনিও সামাজিক দূরত্ব বজায় রাখছেন। লকডাউনের সময়ে বাতিল করে দেন রাজভবনের সমস্ত কর্মসূচী। নাগরিকদের উদ্যেশ্যে সব সময় সতর্ক থাকার বার্তা দিচ্ছেন তিনি। এবারে তিনি নাগরিকদের কথা ভেবে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন আর্থিক অনুদান। মুখ্যমন্ত্রীকে তিনি আবারও পাশে থাকার বার্তা দিয়েছেন। সবাই মিলে একসঙ্গে মিলিতভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য আহ্বান জানিয়েছেন।

Smita Hari

সম্পর্কিত খবর