পুরভোট নিয়ে সক্রিয় রাজ্যপাল, অতিরিক্ত বাহিনী দিয়ে নির্বাচনের জন্য লিখলেন চিঠি

বাংলাহান্ট ডেস্কঃ আসন্ন পুরোভোটের নির্বাচনে (election) নিজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তৎপর সকলে। যে যার নিজেদের মতো করে প্রচার কার্য করে চলেছে। এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে এক চিঠি লিখলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankar)।

20191018115L 1574066574477 1574066604213

এপ্রিলেই হতে চলেছে কলকাতা (Kolkata) পুরসভা এবং আরও ১০৭টি পুরসভায় নির্বাচন। তবে নির্বাচনের সঠিক দিন এখনও নির্ধারিত হয়নি। তবে তার জন্য প্রস্তুতি চলছে জোর কদমে। বিভিন্ন দলের সদস্যরা বিভিন্ন রকম দলীয় কর্মসূচী গ্রহণ করছে। চলছে প্রার্থী বাছায়ের কাজও। দলের সদস্যরা যে যার নিজের মতো করে দলের হয়ে প্রচার কাজ করে চলেছেন।

নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের (West Bengal) রাজ্যপাল জগদীপ ধনখড় নির্বাচন কমিশনকে এক চিঠি লিখলেন। ভোটের সময় যাতে কোন রকম দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকটায় জোড় দেন তিনি। ভোট চলাকানীন উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি অতিরিক্ত বাহিনী মোতায়েন করার কথাও বলেন।

রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ কুমার দাসকে এক চিঠি লেখেন। এই চিঠিতে তিনি লেখেন, ‘ভোটের সময় নির্বাচন কমিশন সবথেকে বেশি ক্ষমতা ধরে। ভোটের সময় রাজ্যে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য শুধুমাত্র রাজ্যের পুলিসের উপরে নির্ভর করলে চলবে না। ভোটের সময় উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নির্বাচন কমিশনের অতিরিক্ত বাহিনীর সাহায্য প্রয়োজন। যদি নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশন অতিরিক্ত বাহিনীর জন্য আমাকে অনুরোধ করেন, তাহলে আমি তা ব্যবস্থা করে দেব’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর