আমেরিকায় কর্মরত ভারতীয় বৈজ্ঞানিকদের বড় সাফল্যঃ মঙ্গলগ্রহের নোনতা জল থেকে তৈরি হবে অক্সিজেন

বাংলাহান্ট ডেস্কঃ আমেরিকায় কর্মরত ভারতীয় বৈজ্ঞানিকের (Indian scientist) সংস্থা একটি নতুন সিস্টেম প্রস্তুত করেছে। এই সিস্টেমের মাধ্যমে মঙ্গলগ্রহে (Mars) উপস্থিত নোনতা জল থেকে অক্সিজেন এবং হাইড্রোজেন তৈরি করা সম্ভব হবে। অর্থাৎ, আমেরিকা স্থিত ভারতীয় বৈজ্ঞানিকদের এই নতুন আবিস্কৃত সিস্টেমের মাধ্যমে আগামী দিনে মঙ্গল গ্রহ সম্পর্কে আরও উন্নত ধরণের চিন্তা ভাবনা করা যাবে।

বৈজ্ঞানিকরা জানিয়েছেন, মঙ্গল গ্রহ অত্যাধিক ঠাণ্ডা একটি গ্রহ হওয়া সত্ত্বেও, সেখানে জল বরফের ন্যায় জমাট বাঁধে না। যার কারণে ধারণ করা হচ্ছে, মঙ্গল গ্রহের জলে অত্যাধিক পরিমাণে লবণ মিশ্রিত রয়েছে। যার ফলেই জল বরফে পরিণত হতে পারছে না।

670903main Curiosity full

আমেরিকা স্থিত ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় প্রফেসর বিজয় রামনেনি এই নতুন সিস্টেমের আবিস্কার করেছেন। মঙ্গলগ গ্রহে এই সিস্টেমের কাজ করার আগে প্রফেসর ০-৩৬ ডিগ্রি সেলসিয়াস নীচের তাপমাত্রায় টেস্ট করেছিলেন। এই বিষয়ে তিনি জানিয়েছেন, বর্তমান সময়ে মঙ্গল গ্রহের জলকে দুভাগে ভাগ করে আমাদের ইলেক্ট্রোলাইজার মঙ্গল গ্রহ এবং পরবর্তী মিশনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

প্রফেসর বিজয় রামনেনির এই নব আবিস্কৃত এই নতুন সিস্টেমের মঙ্গলগ্রহের পাশাপাশি পৃথিবীতেও সমানভাবে কার্যকরী। যেখানে সামুদ্রিক অক্সিজেন এবং হাইড্রোজেন স্রোত রয়েছে, সেখানেও এই সিস্টেম ব্যবহার করা যেতে পারে। প্রফেসর বিজয় রামনেনির পরীক্ষাগারে প্রস্তুত সিস্টেম ২৫ গুণ বেশি অক্সিজেন এবং হাইড্রোজনের উৎপাদন করতে সক্ষম।


Smita Hari

সম্পর্কিত খবর