আপনারা একাধিক সময় ভিডিওতে কিংবা সংবাদমাধ্যমের নিউজে দেখেছেন একটি বাজপাখি কিভাবে নিজের শিকার ধরার জন্য আকাশের বহু উচ্চতা থেকে তাকে ধরতে সোজা মাটির দিকে রওনা দেয়। ফলে কথাতেই আছে, বাজপাখির মতো শিকার করার ক্ষমতা সচরাচর কারোরদেখা যায় না।কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি মাটিতে পড়ে থাকা কিংবা মাটিতে থাকা কোন পশুপাখি বা কোন জানোয়ারের দিকে ধেয়ে আসছে বাজ। কিন্তু ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট্ট শিশুকে ধরার জন্য নেমে আসছে বাজপাখি, যা দেখে চমকে গেছে গোটা বিশ্বের মানুষ। কি রয়েছে সেই ভিডিওতে?
আমরা জানি, বাজপাখি প্রায় 500 ফুট উচ্চতা থেকে তার শিকারকে দেখতে পায় এবং ছয় কেজি পর্যন্ত ওজনের যে কোন জানোয়ার কিংবা পশুকে সে তার আয়ত্তে নিয়ে আসতে সফল হয়। কিন্তু সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পার্কে একজন ব্যক্তি তার ছোট্ট শিশুকে নিয়ে খেলতে ব্যস্ত। কিন্তু খেলতে খেলতে ব্যক্তিটির নজর যখন অন্যদিকে যায় সেই মুহূর্তেই দেখা যায় একটি বাজপাখি আকাশ থেকে নেমে এসে শিশুটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে।
সে তার সেই কাজে সফল হয় এবং কিছুটা উড়িয়ে নিয়ে যেতে শুরু করে; এরপরেই পিতার নজর যখন উপরের দিকে পড়ে তখন প্রথমে চমকে যায় সে। কিছুক্ষণ পর সেই প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে যখন সেই শিশুটিকে বাঁচানোর জন্য বাজের দিকে দৌড় দেয় তখন সে সেই শিশুটিকে মাটিতে ফেলে সেখান থেকে উড়ে পালায়। সেই মুহূর্তে শিশুটি প্রাণে বেঁচে যায় কিন্তু কোন পশুপাখি বাদ দিয়ে শিশুটিকে কেনই বা ধরতে এসেছিল সে, এই বিষয়ে কোনো সদুত্তর মেলেনি।
View this post on Instagram
ভিডিওটি ‘nature27_12’ নামক একটি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে ওঠে। ভিডিওটি দেখে কমেন্ট বক্সে নিজেদের আশ্চর্য হওয়ার কাহিনী বর্ণনা করেছে বহু ব্যবহারকারীরা।